পদ্মা ব্যাংকের চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

আওয়ামী সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ী চৌধুরী নাফিজ সারাফাত পদ্মা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালীন সময়কালে ব্যাংকের চাকুরিচ্যুত কর্মকর্তারা চাকরিতে পুনর্বহালের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন।
রবিবার শাহবাগে মানববন্ধন থেকে চাকরিতে পুনর্বহালের দাবি জানান ব্যাংকটির ফোর্স রিজাইন এবং টারমিনেটিকৃত সাবেক নির্বাহী ও কর্মকর্তারা।
মানববন্ধনে আন্দোলনকারীদের সমন্বয়ক মেজবাউল আলম বলেন, গত ২৭ তারিখে আমরা পদ্মা ব্যাংকের গুলশানস্থ প্রধান কার্যলয়ের সামনে মানববন্ধন শেষে ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কাজী মো. তালহা সাহেবের সঙ্গে সাক্ষাত শেষে কর্মকর্তাদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি পেশ করি। তিনি আমাদের আশ্বস্ত করেন। পরিতাপের বিষয়— আমরা ওনাকে সময় দিয়েছিলাম ৪৮ ঘণ্টার মধ্যে দুর্নীতিবাজ সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফাতের আজ্ঞাবহ পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিতে হবে, কিন্তু তিনি তা করেননি।
আমরা আরও বলেছিলাম, চৌধুরী নাফিজ সারাফাতের পদ্মা ব্যাংক হতে অর্থ লুটপাটের সহায়তাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে, উনি তাও করেননি।
আমরা আজকের এই মানববন্ধন থেকে দাবি জানাই, অন্যায়ভাবে চাকরিচ্যুতদের ৩ সেপ্টেম্বরের মধ্যে তাদের পুনর্বহাল করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, বিগত ম্যানেজমেন্টের মানববন্ধনকারীদের চাকরিচ্যুত করার প্রধান কারণই ছিলো ব্যাংকটিতে নিজের লোকজনের একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এবং দুর্নীতির পথ সুগম করা।
মেজবাউল আলম বলেন, আমরা প্রতিনিয়তই প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় পদ্মা ব্যাংক থেকে চৌধুরী নাফিজ সারাফাত কর্তৃক বিপুল পরিমাণ অর্থ লোপাটের খবর পাচ্ছি। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে বাংলাদেশ ব্যাংক কর্তৃক এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা বাংলাদেশ ব্যাংকের প্রতি জোর দাবি জানাই অনতিবিলম্বে একটি সৎ ও দক্ষ অডিট টিম পাঠিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করুন।
মেজবাউল আরও বলেন, আমরা সকলেই জানি পদ্মাব্যাংক বার বার সংকটে পড়ার মূল কারণই হচ্ছে দুর্নীতি। যদি পদ্মা ব্যাংক থেকে দুর্নীতিগ্রস্ত পরিচালক ও কর্মকর্তাদের বিতাড়িত করা না হয়, তাহলে পদ্মাব্যাংক রুগ্ন থেকে মৃত্যুর দিকেই ধাবিত হবে।
(ঢাকাটাইমস/০১সেপ্টেম্বর/জেবি/এসআইএস)

মন্তব্য করুন