হত্যা মামলায় মোহাম্মদপুর থেকে সাবেক কাউন্সিলর সলু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩৮
অ- অ+

ঢাকা উত্তর সিটির ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সলিমুল্লাহ সলুকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রবিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সুজন নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলার আসামি সলু।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় মো. সুজন নামের এক ব্যক্তিকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত এজহারভুক্ত আসামি সাবেক ওয়ার্ড কমিশনার সলিমুল্লা সলুকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এছাড়াও পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর এলাকায় সলিমুল্লা সলুর বিরুদ্ধে অবৈধ দখল ও চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের।

(ঢাকাটাইমস/০১সেপ্টেম্বর/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড়ঘণ্টা রেলপথ অবরোধ 
জেফারের তীরে মিশ্র প্রতিক্রিয়া দর্শক-শ্রোতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা