ঢাকা মেডিকেলে বহির্বিভাগে চিকিৎসা বন্ধ, জরুরি বিভাগে উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩
অ- অ+

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকলেও চালু হয়েছে জরুরি বিভাগ। বহির্বিভাগে আসা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে জরুরি বিভাগে। সোমবার সকালে জরুরি বিভাগের টিকিট কাউন্টারে রোগী ও তাদের স্বজনদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

ঢামেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনায় গতকাল রবিবার ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা দেন চিকিৎসকরা। ওইদিনই হামলাকারীদের গ্রেপ্তার ও চিকিৎসকদের নিরাপত্তার আশ্বাসে সন্ধ্যায় জরুরি বিভাগ চালু হলেও এখনো বহির্বিভাগের সেবা বন্ধ রয়েছে।

জরুরি বিভাগের টিকেট কাউন্টার থেকে অফিস সহায়ক মনির হুসাইন ঢাকা টাইমসকে বলেন, “রবিবার সন্ধ্যা থেকে জরুরি বিভাগ চালু হয়েছে। তবে বহির্বিভাগ এখনো বন্ধ রয়েছে।

এ বিষয়ে বহির্বিভাগের এক ওয়ার্ড মাস্টার বলেন, “হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় বহির্বিভাগের চিকিৎসাসেবা দেওয়া বন্ধ রয়েছে। তবে জরুরি বিভাগ চালু আছে।”

বহির্বিভাগের গাইনি বিভাগের আবাসিক সার্জন ডা. রাজিব বলেন, “চিকিৎসকের ওপর হামলার ঘটনায় আমরা ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা দিয়েছিলাম। পরে নিরাপত্তা নিশ্চিত ও দোষীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাসে জরুরি বিভাগে সেবা চালু করা হয়। তবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বহির্বিভাগ বন্ধ থাকবে।”

(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/এমআই/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২২ বছর পর ৫ মে স্কাইপ চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড়ঘণ্টা রেলপথ অবরোধ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা