সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব জমার পদ্ধতি নির্ধারণে কমিটি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের জমা হিসাব দিতে ফরম তৈরি, জমা দেওয়ার সময় ও পদ্ধতি নির্ধারণে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সচিবালয়ে তার অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সিদ্ধান্তের কথা জানান।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিবকে কমিটির আহবায়ক করা হয়েছে। সদস্য সচিব হিসেবে কাজ করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত উইং প্রধান।
এছাড়াও কমিটির সদস্যরা হলেন, জাতীয় রাজস্য বোর্ড (এনবিআর) প্রতিনিধি, অর্থ বিভাগের প্রতিনিধি ও কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর (সিএন্ডএজি) প্রতিনিধি।
সিনিয়র সচিব বলেন, এ কমিটি সম্পদ বিবরণীর একটি সার্বজনীন ফরম তৈরি করবে। আগামী পনের দিনের মধ্যে ফরমটি চূড়ান্ত করা হবে। কীভাবে বিবরণী দাখিল করতে হবে সে বিষয়েও সরকারের সিদ্ধান্ত এ সময়ের মধ্যে জানিয়ে দেয়া হবে।
মোখলেস উর রহমান বলেন, এর ফলে দুর্নীতির বিরুদ্ধে একটা সতর্ক বার্তা যাবে।
(ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/এসআইএস)

মন্তব্য করুন