বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরামের নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের 

বশেমুরবিপ্রবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৬
অ- অ+

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাংবাদিক ফোরামের সভাপতি হৃদয় সরকারের স্থায়ী বহিষ্কার ও সাংবাদিক ফোরামকে নিষিদ্ধ করার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন।

মঙ্গলবার দুপুর ১টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে এই আবেদন জমা দেন। আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেন, সাংবাদিক ফোরামের সভাপতি হৃদয় সরকার চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন গোপন তথ্য, নামের তালিকা, এবং শিক্ষার্থীদের বিভিন্ন ফেসবুক পোস্ট ও মন্তব্যের স্ক্রিনশট প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কাছে সরবরাহ করেছেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, এই তথ্য সরবরাহ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ ছিল।

শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন যে, ৫ তারিখের পরিবর্তিত পরিস্থিতির কারণে আন্দোলনকারী শিক্ষার্থীদের তেমন কোনো ক্ষতি হয়নি। তবুও, তারা হৃদয় সরকারের স্থায়ী বহিষ্কার এবং সাংবাদিক ফোরামকে নিষিদ্ধ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

আন্দোলনের সংগঠকরা বলেন, ‘শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ও আন্দোলনের গোপন তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া বিশ্বাসঘাতকতার শামিল। আমরা এর সঠিক তদন্ত ও শাস্তি দাবি করছি। এছাড়াও সাংবাদিক ফোরাম নামের এই সংগঠন বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী নিয়ে বিভিন্ন সময় গুজব ছড়িয়ে অবাঞ্ছিত হয়েছিল। তাই এমন সংগঠন যা বিশ্ববিদ্যালয়ের পরিবারের বিরুদ্ধে তাকে অতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা হোক।’

এই বিষয়ে প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, ‘আবেদনপত্রটি রেজিস্ট্রার দপ্তরে ফরওয়ার্ড করে দিয়েছি। এটা শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত নিতে হবে।’

(ঢাকা টাইমস/০৩সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা