ঢাকা টাইমসে সংবাদ প্রকাশের পর বন্ধ থাকা রাস্তার কাজ শুরু

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৩ | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২২

ঢাকা টাইমসে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জের হরিরামপুরে বন্ধ থাকা একটি রাস্তার কাজ শুরু করা হয়েছে। সংবাদ প্রকাশের সাত দিনের মধ্যে বাল্লা ইউনিয়নের ঝিটকা উজানপাড়া থেকে ভাদিয়াখোলা বাজার পর্যন্ত রাস্তাটির কাজ শুরু করা হয়।

এর আগে এক কিলোমিটার দৈর্ঘ্যের নির্মাণাধীন রাস্তাটির কাজ প্রায় ছয় মাস ধরে বন্ধ ছিল।

গত ১ সেপ্টেম্বর ঢাকা টাইমসে ‘ছয় মাস রাস্তার কাজ বন্ধ, দুর্ভোগ চরমে’ শীর্ষক সংবাদ প্রকাশ হলে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে কাজ শুরু করা হয়। কাজ শুরু করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, প্রায় ছয় মাসের অধিক সময় ধরে রাস্তাটির কাজ বন্ধ ছিল। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরেই আবার কাজ শুরু হয়েছে। এ জন্য ধন্যবাদ জানাই।

(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :