কমলা প্রেসিডেন্ট হলে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১| আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৯
অ- অ+

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আগে মূল দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সরাসরি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। এবিসি নিউজ আয়োজিত এই বিতর্কে ট্রাম্প বলেছেন, “কমলা প্রেসিডেন্ট হলে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না।” খবর আল জাজিরার।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের আয়োজনে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের বিতর্ক শুরু হয়। বিতর্ক মঞ্চে প্রবেশের পর ট্রাম্পের সঙ্গে হাত মেলান কমলা। এরপর কমলার বক্তব্য দিয়ে বিতর্ক শুরু হয়।

নিজের বক্তব্যে ট্রাম্প বলেন, “কমলা ইসরায়েলকে ঘৃণা করেন। আবার আরব জনগণকেও ঘৃণা করেন।”

ইসরায়েল-হামাস যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট থাকলে এ যুদ্ধই হতো না। কিন্তু কমলা যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন, তবে দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্বই থাকবে না।”

কেন হোয়াইট হাউসে থাকাকালীন কমলা এসব পরিকল্পনা বাস্তবায়ন করেননি তা নিয়ে ট্রাম্প বলেন, “তিনি এখন সব বিস্ময়কর কাজ করতে যাচ্ছেন। কিন্তু তিনি যখন হোয়াইট হাউসে ছিলেন সাড়ে তিন বছর, সীমান্ত ঠিক করতে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে এই সাড়ে তিন বছর লেগেছে।”

তিনি বাইডেন এবং হ্যারিসকে দেশের ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট আখ্যায়িত করে বিতর্কের অবসান ঘটান।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর। এই নির্বাচন থেকে গত জুলাইয়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ান। আর সমর্থন দেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে। তারপর থেকেই ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান– উভয় পক্ষই নিজ প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছে।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/টিটি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম: সারজিস আলম
ময়মনসিংহে একযোগে ৬ থানার ওসিকে বদলি
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের তলানিতে বাংলাদেশ দল
অস্ত্রোপচারের মাধ্যমে বিড়ালের রূপ দেওয়ার ব্যর্থ চেষ্টা তরুণীর!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা