ইউনিয়ন ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত
ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নবগঠিত পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যাংকের হালনাগাদ সার্বিক ব্যবসা বাণিজ্যের অর্জন বিস্তারিত আলোচনা করা হয়। যথা শিগগিরই বিভিন্ন সমস্যাবলি সমাধানের লক্ষ্যে আমানত সংগ্রহ অভিযান এবং মেয়াদোত্তীর্ণ বিনিয়োগ আদায়ের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। ব্যাংকের সকলস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে গ্রাহক ও সমাজের সকলস্তরের জনগণের সাথে নিবীড় সম্পর্ক স্থাপন করে ইউনিয়ন ব্যাংকের প্রতি তাঁদের আস্থা ও সম্পর্ক সুদৃঢ় করার জন্য তাগিদ দেওয়া হয়। পরিচালনা পর্ষদ সন্তোষের সাথে লক্ষ্য করেছেন যে ইউনিয়ন ব্যাংকের প্রতি জনগণের আস্থা বেড়েছে এবং এর ফলশ্রুতিতে সার্বিক ব্যবসা-বাণিজ্যের প্রসারিত হচ্ছে।
পরিচালনা পর্ষদ ব্যাংক নিরীক্ষা কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সম্প্রতি অনুষ্ঠিত সভার সুপারিশ ও নির্দেশনা বাস্তবায়নের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তাগিদ দেন।
(ঢাকা টাইমস/১৩সেপ্টেম্বর/এসএ)