গণ-অধিকার পরিষদ নিবন্ধন পাওয়ায় বাবুগঞ্জে মোটর শোভাযাত্রা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৫
অ- অ+

গণ-অধিকার পরিষদ নিবন্ধন পাওয়ায় বরিশালের বাবুগঞ্জে আনন্দ মিছিল, মোটর শোভাযাত্রা, পথসভা লিফলেট বিতরণ করেছেন দলের নেতাকর্মীরা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার বিমানবন্দর মোড় এলাকা থেকে আনন্দ মিছিল বের করা হয়। পরে মিছিলটি উপজেলার ৬টি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন হাট এলাকায় সংক্ষিপ্ত পথসভা করে।

বরিশাল জেলা গণ-অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও পথসভায় বক্তব্য দেন জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আল আমিন, বাবুগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক শহিদুল ইসলাম আকাশ, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন, গণ-অধিকার পরিষদের নেতা রানা আহম্মেদ, সাধারণ সম্পাদক কে এম আল আমিন, সিনিয়র সাংগঠনিক সম্পাদক এইচ এম রবিউল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের জাকির হোসেন, ছাত্র অধিকার পরিষদ নেতা শিমুল ঢালী, রেজাউল,মাসুম প্রমুখ।

বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ায় নিজেদের খুশির কথা জানিয়ে বক্তারা বলেন, জননেতা ভিপি নুরুল হক নুর রাশেদ খানের নেতৃত্বে দীর্ঘদিন ধরে গণ-অধিকার পরিষদ স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে লড়াই, সংগ্রাম করেছে। তারপর ছাত্র-জনতা বিপ্লব ঘটিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। ভিপি নুরের নেতৃত্বে এই যাত্রা শুরু হয়েছিল।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী
পাংশায় আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
শেখ হাসিনা পালানোর আগে স্বজনদেরকে খুদে বার্তা পাঠিয়েছিল: আলাল
মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে সম্মিলিত পেশাজীবী পরিষদের শোক প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা