ইস্কাটনে বিএনপি পরিচয়ে বাড়ি দখলের চেষ্টা, আটক ২
রাজধানীর ইস্কাটনে বিএনপিনেতা পরিচয়ে বাড়ি দখলের চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার বিকালে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন আমির সালাম এবং হুমায়ুন রশিদ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে রমনা থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাড়ির মালিক কুতুব উদ্দিন আহমেদ রাজধানীর ইস্কাটন রোডের ওই বাড়িতে একাই থাকেন। তার সন্তানরা বিদেশে থাকেন। এই সুযোগে দুই ট্রাকে করে ৪০-৫০ জনের একটি সন্ত্রাসী বাহিনী বাড়িটি দখলের চেষ্টা করে। তারা বাড়ির ভেতরে প্রবেশ করে আলমারিতে থাকা নগদ সাড়ে ৩ লাখ টাকা, স্বর্ণালংকার ও পাসপোর্ট ছিনিয়ে নেয়। এ সময় বাড়ির মালিকের চিৎকারে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে তারা একটি ট্রাক নিয়ে পালিয়ে যায়। এসময় দুজনকে আটক করে একটি ট্রাকসহ তাদের পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের (বিএনপির) নাম ভাঙিয়ে সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে। তারা বাড়িটি দখলের চেষ্টা করছিল।
বাড়ির মালিক কুতুব উদ্দিন আহমেদ বলেন, ‘এই ঘটনায় মামলা করেছি। বাড়িটি নিয়ে খুবই আতঙ্কে আছি।’
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, ‘বাড়ি দখলের চেষ্টার অভিযোগে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, এর আগে গত ২৯ আগস্ট রাত ১০টায় একই সন্ত্রাসীরা বাড়ি দখলের হুমকি দিয়েছিল, সেদিনও কুতুব উদ্দিন আহমেদের চিৎকারে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/জেবি/এসআইএস)