নোয়াখালীতে সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৫
অ- অ+

শিক্ষক সংকট নিরসন, ক্রটিপূর্ণ নিয়োগবিধি, অপর্যাপ্ত বাজেট, বিভিন্ন রকমের অর্গানোগ্রাম ও কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালীর শিক্ষার্থীরা। এসময় তারা দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে অনুরোধ জানান।

রবিবার দুপুর ২টার দিকে বৈষম্যবিরোধী টেক্সটাইল ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে বেগমগঞ্জ চৌরাস্তায় অবস্থিত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস পরিদর্শন শেষে ওই প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।

প্রায় ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১৩তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ হোসেন বক্তব্য রাখেন।

আন্দোলনকারীরা জানান, সারাদেশের সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বস্ত্র অধিদপ্তরের অধীনে। বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীর ত্যাগের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। এখন দেশ বিনির্মাণের সময়। কিন্তু দুঃখজনক হলেও সত্য দেশের বস্ত্র শিক্ষাখাত আজও নানা সমস্যা জর্জরিত। প্রতিষ্ঠানগুলোর বেহাল দশা। বস্ত্র শিক্ষার মানোন্নয়ন ব্যতীত দেশের অর্থনীতির উন্নয়ন করা সম্ভব না।

আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে বস্ত্র শিক্ষার আমূল সংস্কার করতে হবে।

দ্রুত সময়ের মধ্যে তাদের ৫দফা দাবি মেনে না নিলে লংমার্চের মতো বড় কর্মসূচিতে যাওয়ার কথাও জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ঈদে রাজধানীতে বাসা-বাড়ি, প্রতিষ্ঠান ও বিপণি-বিতানের নিরাপত্তায় ডিএমপির নির্দেশনা
এনসিসি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন খোরশেদ আলম 
খিলক্ষেতে ধর্ষণে অভিযুক্তকে গণপিটুনি-পুলিশের ওপর হামলা, ৫ হাজার জনকে আসামি করে মামলা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা