কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ গ্রেপ্তার
গ্রেপ্তার হলেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। মঙ্গলবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, সেলিম আলতাফ জর্জের নামে কুষ্টিয়া ও ঢাকায় একাধিক হত্যা মামলা আছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। বুধবার তাকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে।’
সেলিম আলতাফ জর্জ কুষ্টিয়া-৪ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন পাননি।
(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এজে/এফএ)