নাটোরে বৈষম্যবিরোধী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন

উপবৃত্তি প্রকল্প থেকে মানবিক বিবেচনায় রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কর্তৃক শিক্ষা ভবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন করেছে নাটোরের বৈষম্যবিরোধী শিক্ষকবৃন্দ।
বুধবার নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ আকরাম হোসেন, জাসমিন আহমেদ, আব্দুল করিম, শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক রাজু আহমেদ প্রমুখ।
এ সময় নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।(ঢাকা টাইমস/১৮সেপ্টেম্বর/এসএ)

মন্তব্য করুন