চার কারা তত্ত্বাবধায়ককে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২| আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪২
অ- অ+

দেশের চার কারাগারের কারা তত্ত্বাবধায়ককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে সিনিয়র সচিব মশিউর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের চাকরি থেকে অবসর দেয়া হয়।

সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ নম্বর ধারায় তাদের অবসর দেয়া হয়।

তারা বিধি অনুযায়ী অবসর সুবিধা পাবেন।

অবসরে পাঠানো কারা তত্ত্বাবধায়কেরা হলেন- শরীয়তপুর জেলা কারাগারের সুভাষ কুমার ঘোষ, মানিকগঞ্জ জেলা কারাগারের বজলুর রশিদ আখন্দ, টাঙ্গাইল জেলা কারাগারের মকলেছুর রহমান এবং হবিগঞ্জ জেলা কারাগারের নেছার আলম।

জানা গেছে, অবসরে যাওয়া তত্ত্বাবধায়কদের মধ্যে সুভাষ কুমারের ৯ বছর, বজলুর রশিদের ২ বছর, মকলেছুরের চার মাস ও নেছারের পৌনে ৩ বছর চাকরির মেয়াদ ছিল।

সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ নম্বর ধারায় বলা আছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর যে কোনো সময় সরকার জনস্বার্থে প্রয়োজনীয় মনে করলে কোনোরূপ কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অবসরে পাঠাতে পারবে।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা