অবশেষে সমাবেশের অনুমতি পেল পিটিআই, শর্ত ৪৩টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৪ | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৮

অবশেষে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইকে লাহোরে সমাবেশ করার অনুমতি দিয়েছে লাহোর প্রশাসন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে দলটিকে এই অনুমতি দেওয়া হয়। তবে বেঁধে দেওয়া হয়েছে ৪৩টি শর্ত। এসব শর্ত মেনে শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত লাহোরের রিং রোডের কানহা এলাকায় সমাবেশ করতে পারবে পিটিআই। খবর দ্য ডনের।

লাহোর ডেপুটি কমিশনারের (ডিসি) অফিস থেকে পিটিআই লাহোর শাখার সভাপতি ইমতিয়াজ মাহমুদ এবং আলিয়া হামজা মালিকের নামে এই অনাপত্তিপত্র (এনওসি) জারি করা হয়। এর আগে উচ্চ আদালত পিটিআইয়ের সমাবেশের অনুমতির বিষয়ে শুক্রবার বিকাল ৫টার মধ্যে সিদ্ধান্ত নিতে নগর প্রশাসনকে নির্দেশ দেয়। পিটিআইয়ের আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দেন আদালত।

এদিকে নিজেদের শক্তি প্রদর্শনের সুযোগ পেয়ে এরই মধ্যে গণসংযোগ শুরু করে দিয়েছে পিটিআই। গত কয়েকমাস ধরেই এই সমাবেশের অনুমতি চেয়ে আসছিল দলটি। তবে প্রতিবারই রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করার জন্য ১৪৪ ধারা প্রয়োগ করেছে পাঞ্জাব স্বরাষ্ট্র বিভাগ।

আদালতের নির্দেশের পর নগর প্রশাসনের দেওয়া অনাপত্তিপত্রে বলা হয়েছে, সমাবেশে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটলে তার দায় নেবে আয়োজকরা। ৪৩টি শর্তের তৃতীয় নম্বর শর্তে বলা আছে গত ৮ সেপ্টেম্বর ইসলামাবাদের সমাবেশে দেওয়া আপত্তিকর ভাষণের জন্য খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গণ্ডাপুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তারা আরও উল্লেখ করেছে যে শহরের বাইরে থেকে সমর্থকরা এসে দৈনন্দিন জীবনের বিঘ্ন ঘটাবে না এবং কোনো ধরনের রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়া যাবে না।

শর্তগুলোতে আরও বলা হয়েছে, যারা ইসলামাবাদ সমাবেশে ঘৃণামূলক বক্তব্যের জন্য বিচারাধীন রয়েছেন তারা মঞ্চে উপস্থিত হতে পারবেন না এবং কোনো ঘোষিত অপরাধী সমাবেশে অংশ নিতে পারবেন না। এ ছাড়া ঘোষিত অপরাধীদের গ্রেপ্তার করা সমাবেশ আয়োজকদের দায়িত্ব হবে। অন্যথায় তাদের ওই অপরাধীদের সহায়তা করার জন্য বিচার করা হবে। এমনকি ঘোষিত অপরাধী বা কোনো দণ্ডিত ব্যক্তির অডিও বা ভিডিও বার্তা প্রচার বা প্রদর্শন করা যাবে না।

শর্তে আরও বলা হয়েছে, ‘সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং বিভিন্ন পক্ষ থেকে প্রাপ্ত হুমকি সতর্কতার প্রেক্ষাপটে আয়োজকদের পুনরায় সতর্ক করা হচ্ছে এবং অংশগ্রহণকারী ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ভেন্যুর আশপাশে সব ধরনের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ এই জনসভা তারা নিজেরা ডেকেছে।’

(ঢাকাটাইমস/২১আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :