অভিনেত্রী বাঁধনের প্রশংসা করে যা লিখলেন পিনাকী

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান–—গোটা ঘটনায় শুরু থেকে যারা সমর্থন জুগিয়েছেন তাদের মধ্যে অন্যতম ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য। নানাভাবে তিনি চাঙ্গা রেখেছিলেন আন্দোলনকারীদের।
এবার সেই পিনাকীর লেখনিতে উঠে এলো আজমেরী হক বাঁধনের প্রশংসা। এই অভিনেত্রীও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন। আওয়াজ তুলেছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গণহত্যা, গণগ্রেপ্তার এবং নানা অত্যাচারের বিরেুদ্ধে। ফ্রান্সে বসে সেই বাঁধনের কী প্রশংসা করলেন পিনাকী ভট্টাচার্য?
হাসিনা সরকারের বিরুদ্ধে বাঁধনের সাহসিকতার প্রশংসা করেছেন এই অ্যাক্টিভিস্ট ও লেখক। ফেসবুকে লিখেছেন, ‘আওয়ামী সমর্থক এমন অনেকেই লড়াইয়ে সহযোদ্ধা হয়েছিল বলেই হাসিনাকে পালাতে হয়েছে। এই জন্যই ডাবল বিলা বাঁধনের ওপরে। ব্যাপার না, ওরা যত বেশি বিলা হবে বাঁধন ফ্যাসিবাদের বিরোধীদের কাছে তত বেশি আপন হবে।’
তিনি আরও লিখেছেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবের ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণে বাঁধন রাস্তায় এসে দাঁড়িয়েছিল। গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। ওই মুহূর্তেই বাঁধন মহৎ হয়ে ওঠে। বাঁধনের জন্য এই কাজটা খুবই কঠিন ছিল। বিপ্লব সফল না হলে বাঁধনকে পরিণতি ভোগ করতে হতো। সে দ্বিধা করেনি জনতার পক্ষে দাঁড়াতে।’
সবশেষে পিনাকী লিখেছেন, ‘ওরা যা খুশি বলুক। ভয় পেয় না, মন খারাপ করিও না। ইতিহাসের সঠিক দিকে থাকার হিম্মত আর সৌভাগ্য সবার হয় না।’
পিনাকীর পোস্টটি নজর এড়ায়নি বাঁধনের। সেই পোস্টের মন্তব্য ঘরে পিনাকীকে ধন্যবাদও জানিয়েছেন বাঁধন। একইসঙ্গে নিজের ফেসবুকেও পোস্টটি শেয়ার করেছেন এই অভিনেত্রী। এই পোস্টের নিচে ভক্ত-অনুগামীরা বাঁধন এবং পিনাকীর ভূয়সী প্রশংসা করেছেন। ছাত্র-আন্দোলনে তাদের ভূমিকার কথাও স্মরণ করেছেন সবাই।
(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এজে)

মন্তব্য করুন