পরীর পাঠানো ডিভোর্স লেটার পেয়ে রাজ বলেছিলেন ‘আলহামদুলিল্লাহ’

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৬
অ- অ+

দাম্পত্য কলহের জেরে কয়েক মাস আলাদা থাকার পর গত বছরের ১৮ সেপ্টেম্বর চতুর্থ স্বামী (প্রাক্তন) শরীফুল ইসলাম রাজকে ডিভোর্স লেটার পাঠান আলোচিত চিত্রনায়িকা পরীমনি। অভিনেতার গ্রামের বাড়ির ঠিকানায় লেটারটি পাঠানো হয়েছিল। ফলে রাজ সেটি হাতে পান দুদিন পর। লেটারটি পেয়ে রাজ সেসময় বলেছিলেন ‘আলহামদুলিল্লাহ’।

লিখিত বক্তব্যে পরীমনির প্রাক্তন স্বামী বলেন, ‘আমার প্রাক্তনের পাঠানো চিঠি হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ, তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। তাকে (পরীমনি) ধন্যবাদ দিতে চাই আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য। রাজ্যের জন্য যা কিছু ভালো, বাবা হিসাবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে।’

উল্লেখ্য যে, রাজ্য হচ্ছে প্রাক্তন তারকা দম্পতি পরীমনি ও রাজের একমাত্র সন্তান। ২০২২ সালের ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে ছেলে রাজ্যর জন্ম দেন নায়িকা। যদিও প্রাক্তন স্বামী রাজের সঙ্গে ডিভোর্সের পর ছেলের ‘রাজ্য’ নামটি পাল্টে ফেলেন পরীমনি। নতুন নাম রাখেন শাহীম মুহাম্মদ পদ্ম।

২০২১ সালে সেপ্টেম্বরে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুণীন’ সিনেমায় জুটি বেঁধে কাজ করেন পরীমনি ও রাজ। সেখান থেকেই তারা প্রেমের সম্পর্কে জড়ান। এর এক সপ্তাহ বাদেই ওই বছরের ১৭ অক্টোবর তারা গোপনে বিয়ে করেন। বিয়েটা হয় ঢাকায় রাজদের আফতাবনগরের বাসায়। সেখানে শুধু বর-কনের কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন।

এরপর ২০২২ সালের ১০ জানুয়ারি গোপন সেই বিয়ের খবর প্রকাশ করেন রাজ ও পরীমনি। ফেসবুক পোস্টে সাবেক তারকা জুটি এও জানান, তারা সন্তানের অভিভাবক হতে চলেছেন। পরবর্তীতে পারিবারিক আয়োজনে তারা বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন। এরপর ২০২২ সালের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে ছেলে রাজ্য।

এর কয়েক মাস না যেতেই নানা বিষয় নিয়ে রাজ-পরীর দাম্পত্য কলহের খবর প্রকাশ হতে শুরু করে। শেষমেশ গত বছরের মার্চে প্রকাশ পায় রাজের সঙ্গে তিন অভিনেত্রী নাজিফা তুষি, তানজিন তিশা ও সুনেরাহ বিনতে কামালের মাতলামো এবং আপত্তিকর কথাবার্তার একটি ভিডিও। তারই জেরে ভেঙে চুরমার হয়ে যায় রাজ-পরীর সাজানো সংসার।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা