ফারহান আখতারের বর্তমান ও প্রাক্তন স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন?

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪০
অ- অ+

২০০০ সালে কেশসজ্জা শিল্পী অধুনা ভবানীকে বিয়ে করেন ফারহান আখতার। দীর্ঘ ১৭ বছরের দাম্পত্য জীবন। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। তারপর ফারহান ২০২২ সালে শিবানী দান্ডেকরকে বিয়ে করেন। ফারহানের বাবা কবি ও গীতিকার জাভেদ আখতারের জীবনেও বিবাহ বিচ্ছেদের ইতিহাস রয়েছে।

ফারহানের মা, অভিনেত্রী হানি ইরানির সঙ্গে বিচ্ছেদের পর জাভেদ বিয়ে করেন শাবানা আজ়মিকে। একটা সময় বাবার উপর বেজায় ক্ষুব্ধ ছিলেন ফারহান। একইভাবে ফারহান-অধুনার বিচ্ছেদের প্রভাব পড়েছিল তাদের দুই মেয়ের উপর। তবে কি সৎ মা শিবানীর উপর রেগে ছিলেন ফারহানের দুই মেয়ে! যদিও সতীন অধুনার প্রশংসায় পঞ্চমুখ শিবানী।

দীর্ঘ তিন বছর সম্পর্কে থাকার পর ফারহানের সঙ্গে ঘর বাঁধেন শিবানী। যেকোনো অনুষ্ঠানের স্বামীর গোটা পরিবারের সঙ্গে আনন্দে উৎসবে শামিল হন। তবে, ফারহানের প্রাক্তন স্ত্রীর সঙ্গে বর্তমান স্ত্রীর সম্পর্ক কেমন তা নিয়ে উৎসাহ অনেকেরই। স্বামীর প্রাক্তন স্ত্রী মানেই মুখ দেখাদেখি নেই তেমন সম্পর্ক নয় অধুনার সঙ্গে শিবানীর। বরং অধুনার প্রশংয়াই করলেন শিবানী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘ফারহান ও অধুনা দুইজনের বাবা-মা হিসেবে খুব সফল। ওদের দুই মেয়ের মা হয়ে ওঠার কোনো চেষ্টাই আমি করি না। কারণ, অধুনা খুব ভালো মা। আমরা গোটা পরিবার আছি দুই মেয়ের পাশে, যখনই ওদের প্রয়োজন হবে আমি রয়েছি।’

প্রতিটি দাম্পত্যে বিভিন্ন বিষয়ে কলহ লেগেই থাকে। ব্যতিক্রমী নন ফারহান ও শিবানীও। নিজেদের মধ্যে ঝগড়া হলে কী করেন, তা-ও জানিয়েছেন তিনি।

শিবানীর কথায়, ‘কোনো বিষয়ে কথা কাটাকাটি হলে আমরা মনোবিদের কাছে যাওয়ার অপেক্ষা করি। যদিও আমি চাই, তখনই বিষয়টাকে যেভাবে হোক নিজেরা কথা বলে মিটিয়ে নিতে। কিন্তু ফারহান বলেন, ‘একটু অপেক্ষা করে যাও। পরের দিন মনোবিদের কাছে গিয়ে আমরা এই বিষয়ে আলোচনা করব।’

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা