পুলিশ বিভাগে সৃষ্ট সংকট শিগগিরই কাটিয়ে ওঠা যাবে: তালেবুর রহমান

পুলিশ বিভাগে সৃষ্ট সংকট শিগগিরই কাটিয়ে ওঠা যাবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
সোমবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
ডিএমপির ক্রাইম বিভাগের সাম্প্রতিক সাফল্য সম্পর্কে তিনি বলেন, “রাজধানীর মোহাম্মদপুরে শত্রুতার জের ধরে খুনের ঘটনায় জড়িত মো. মিরাজ মোল্লাকে গতকাল গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। ভিকটিম নাসির গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় তার ভাইসহ মোটরসাইকেলযোগে মোহাম্মদপুরের রায়েরবাজার বেড়িবাঁধ দিয়ে যাওয়ার সময় তিন রাস্তার মোড়ে পৌঁছলে কতিপয় সন্ত্রাসী ভিকটিমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতরভাবে রক্তাক্ত জখম করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নাসির হত্যার সঠিক কারণ উদঘাটন করতে ও অন্য আসামিদেরকে গ্রেপ্তার করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।”
তিনি বলেন, “রাজধানীর গুলশান থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, ২৯ রাউন্ড গুলি ও ৩৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ। কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একমাত্র আসামি মজনুকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ।”
তিনি আরও বলেন, “গত ৫ আগস্ট উত্তরা তিন নম্বর সড়কের রবীন্দ্র সরণীর পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সানজিদ হোসেন মৃধা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে থানায় হত্যা মামলা রুজু করা হয়। ওই হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন মো. মতি। শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর সুইস গেট কাঁচাবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই আসামি ১০ নম্বর সেক্টরের সুইস গেইট বাজার এলাকার চিহ্নিত চাঁদাবাজ।”
তিনি জানান, শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭৩৪টি মামলা ও ৩০ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। এছাড়া অভিযানকালে ৬৪টি গাড়ি ডাম্পিং ও ৩৫টি গাড়ি রেকার করা হয়েছে। জরিমানাকৃত টাকার মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৩ লাখ ৩৪ হজার ৫০০ টাকা। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “অনেক সময় পরিত্যাক্ত অস্ত্র-গুলি পাওয়া যাচ্ছে। এটাও আমাদের সাফল্য। তোফাজ্জল হত্যা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। পুলিশ ময়না তদন্ত করে আইনানুগভাবে তোফাজ্জলের লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়। এ ঘটনায় জড়িত ছয়জনকে পুলিশে হেফাজতে দেওয়া হলে পুলিশ তাদের আদালতে প্রেরণ করেন। গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ও একটি তদন্ত কমিটি গঠন করেছে। এঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তার করতে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।”
অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যারা এখনো কর্তব্যে অনুপস্থিত তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ডিএমপির ২২ থানা পরিপূর্ণভাবে বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়। সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। অল্প সময়ের ভিতরে সংকট কাটিয়ে ওঠা হবে।”
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে উপ-পুলিশ কমিশনার বলেন, “তেজগাঁওয়ের রাস্তায় ট্রাক দাড় করিয়ে যাতে সড়কে যানজট সৃষ্টি করতে না পারে সেজন্য অংশীজনদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক অভিযান অব্যাহত থাকবে।”
(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এলএম/এফএ)

মন্তব্য করুন