সাবেক এমপি এম এ আউয়াল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৭| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৯
অ- অ+

প্রতারণা মামলায় লক্ষীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ।

বুধবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রতারণা মামলায় বুধবার বিকাল ৫ টার দিকে রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, বুধবার কলাবাগান থানায় রাজীব কায়সার নামের এক ব্যক্তি তার বিরুদ্ধে মামলা প্রতারণা মামলা দায়ের করেন। মামলা নম্বর: ৭। এ মামলায় আজ সন্ধ্যার দিকে এম এ আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে।

এম এ আউয়াল তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসনে তরিকত ফেডারেশন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। শৃঙ্খলাভঙ্গ ও নিয়মবহির্ভূত কাজ করায় ২০১৮ সালে আউয়ালকে দল থেকে বহিষ্কার করে তরিকত ফেডারেশন। এর পরের বছরই ইসলামী গণতান্ত্রিক পার্টি নামে একটি দল গঠন করেন আউয়াল। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃণমুল বিএনপি থেকে প্রার্থী হয়েছিলেন, তবে জয়ী হতে পারেননি।

এম এ আউয়াল ২০২১ সালের রাজধানীর পল্লবীতে শিশুপুত্রের সামনে বাবাকে কুপিয়ে হত্যা মামলার আসামি। এ মামলায় তিনি একবার গ্রেপ্তারও হয়েছিলেন। র‍্যাবের হতে গ্রেপ্তার হওয়ার পর জামিনে রেব হন তিনি।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামসহ ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
কাশ্মীরে হামলা: পাকিস্তান-ভারতকে দায়িত্বশীল সমাধানের জন্য কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রের
মুন্সীগঞ্জে পূর্ব বিরোধের জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ
উত্তরা আবাসিক এলাকা পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, দখলকৃত প্লট উদ্ধারের নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা