ছেলের জন্মদিনে অপু বিশ্বাসের ভালোবাসা মাখা পোস্ট ভাইরাল

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৬
অ- অ+

ঢালিউডের প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের আজ (শুক্রবার) জন্মদিন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় গিয়ে ছেলের জন্ম দিয়েছিলেন অপু। যথারীতি শাকিবের সঙ্গে বিয়ের খবরের মতো এ খবরটিও ছিল গোপন। পরের বছর নায়িকা একটি টিভি চ্যানেলে গিয়ে সবকিছু প্রকাশ করেন।

২০১৬-এর হিসেবে শাকিব-অপুর ছেলে জয়ের বয়স আজ ৮ বছর পূর্ণ হলো। সে পা দিল ৯ বছরে। বিশেষ এ দিনে ছেলেকে নিয়ে ফেসবুকে একটি বিশেষ পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস, যা আদর, ভালোবাসা এবং আশীর্বাদে পূর্ণ। বৃহস্পতিবার দিনগত রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই পোস্টটা দিয়েছেন নায়িকা। সঙ্গে শেয়ার করেছেন ছেলের দুটি ছবি।

পোস্টের শুরুতেই ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অপু বিশ্বাস লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার প্রাণের ধন আব্রাম খান জয়! আজ তুমি নতুন বছরে পা দিলে, আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত। তোমার জন্মের সেই দিনটি এখনো আমার মনে উজ্জ্বল হয়ে আছে, তোমার প্রতিটি দিন আমার জন্য আনন্দ ও ভালোবাসার উৎস হয়ে আছে।’

নায়িকা লিখেছেন, ‘গত দিনগুলোতে তুমি শুধু বড় হয়ে ওঠোনি, বরং নিজের মেধা, সাহসিকতা আর ভালোবাসায় আমাদের সবাইকে মুগ্ধ করেছো। তোমার প্রতিটি হাসি, তোমার প্রতিটি ছোট-বড় কৃতিত্ব আমাকে গর্বিত করে। তুমি সত্যিই এক অনন্য সদা হাসিখুশি, জিজ্ঞাসু এবং মমতায় পূর্ণ। তোমার আজকের এই দিনটি যেমন বিশেষ, তেমনই আমি চাই তোমার সামনের প্রতিটি দিনই হোক আশীর্বাদে ভরপুর।’

ছেলেকে আশীর্বাদ করে অপু আরও লিখেছেন, ‘উপরওয়ালা তোমাকে সুস্থ রাখুক এবং তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য দান করুক। তুমি যেন সবসময় নিজের মতো করে সুখে-শান্তিতে বড় হতে পারো, আর তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হয়। গত দিনগুলোতে আমি তোমার পাশে থেকে তোমার প্রতিটি সাফল্যে গর্বিত হয়েছি, আর তোমার যেকোনো কষ্টে তোমার পাশে দাঁড়িয়েছি। তুমি জানো মা সবসময় তোমার পাশে আছে এবং থাকবে। তুমি আরও অনেক দূর যাবে, তোমার সাফল্য এবং আনন্দই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মা তোমাকে অনেক ভালোবাসে।’

সবশেষে ছেলে জয়কে আরও একবার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নায়িকা লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার ছোট্ট রাজপুত্র! তোমার নতুন বছর হোক আনন্দে ও ভালোবাসায় ভরপুর এবং সামনের প্রতিটি বছর হোক তোমার জীবনের নতুন নতুন সাফল্যের গল্প।’

অপু বিশ্বাস এই পোস্টটি দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেটি ভাইরাল হয়ে গেছে। লাইক ও লাভ ইমোজি মিলিয়ে ৫০ হাজারের বেশি রিঅ্যাক্ট জমা পড়েছে সেখানে। এরইমধ্যে পোস্টে মন্তব্য করেছেন সাত হাজার নেটিজেন। সকলেই বার্থডে বয় আব্রাম খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং তার সুন্দর ভবিষ্যত কামনা করেছেন।

উল্লেখ্য যে, জুটি বেঁধে দীর্ঘদিন সিনেমায় অভিনয় করার সুবাদে সম্পর্কে জড়িয়েছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। সেই প্রেম পরিণয়ে রূপ নেয় ২০০৮ সালে। তারা গোপনে বিয়ে করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে ছেলে জয়ের জন্মও হয় গোপনে। এরপর ২০১৭ সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলে গিয়ে সবকিছু প্রকাশ করেন অপু।

যদিও ওই ঘটনার কয়েক মাস না যেতেই বিচ্ছেদ হয়ে যায় ৭০টিরও বেশি সিনেমার সফল জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের। তারপর থেকে সিঙ্গেল মাদার হিসেবেই ছেলে জয়কে বড় করে তুলছেন অপু বিশ্বাস। একসঙ্গে না থাকলেও বাবা হিসেবে ছেলের যথাযথ দায়িত্ব পালন করেন শাকিব খানও। মাঝেমধ্যে সময়ও কাটান একসঙ্গে।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
আকাশপথ খুলে দিয়েছে পাকিস্তান
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা