কোনো বিভক্তি নয় ঐক্যই হোক এ জাতির সৌন্দর্য ও সমৃদ্ধি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসুন আমরা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি। কোনো বিভক্তি নয়, ঐক্যই হোক এ জাতির সৌন্দর্য ও সমৃদ্ধি।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ঐক্যমতের ভিত্তিতে দেশবাসী সকলে মিলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছি। তারা যদি ভালো কিছু করে দেশবাসী অবশ্যই উপকৃত হবে, আমরা উপকৃত হব, আপনিও উপকৃত হবেন। কিন্তু তারা যদি কোনো ভুল করে, আমরা তাদেরকে ধরিয়ে দেব, সংশোধন করে দেব। তারা যেন জাতির প্রত্যাশা এবং বিবেকের বাইরে গিয়ে কোনো কাজ না করেন।

শনিবার স্থানীয় একটি হোটেল মিলনায়তনে চুয়াডাঙ্গায় জামায়াতের দায়িত্বশীল সমাবেশ তিনি এসব কথা বলেন।

জামায়াতের চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির আরও বলেন, ভারত যেমন একটি দেশ আমরাও স্বাধীন একটি দেশ। ভারত ছাড়াও আমাদের অনেক প্রতিবেশি দেশ আছে। বিশ্বসভায় আরও অনেকগুলো দেশ রয়েছে। সবার প্রতি আমাদের একই কথা, বিশ্বসভার সমস্ত সদস্যরা আমরা মিলেমিশে পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে সামনে এগিয়ে যাব।

অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না। যারা দায়িত্বে আছেন তারা এ দেশেরই মানুষ। আমরা দেশবাসী ঐক্যমত্যের ভিত্তিতে তাদের দায়িত্ব দিয়েছি। সুতরাং তারা যদি ভালো কিছু করে তাহলে দেশবাসী উপকৃত হবে। আমি ও আপনি উপকৃত হবো। তারা যদি কোনো ভুল করেন, আমরা তা ধরিয়ে দেব এবং সংশোধন করে দেবো। ইতিমধ্যে কিছু বিষয় আমাদের দৃষ্টিতে এসেছিল। আমরা সেসব বিষয়ে পরামর্শ দিয়েছি এবং ইতিবাচক ফল পেয়েছি। মানুষ হিসেবে তাদের জন্য দোয়া করা উচিত। তারা যেন জাতির আবেগ ও প্রত্যাশা পূরণ করতে পারে।

জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামানের সঞ্চালনায় দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, মেহেরপুর জেলা আমির মাওলানা তাজউদ্দিন।

হাফেজ আব্দুল খালেকের কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক আবুল হাশেম, চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, আব্দুল কাদের, জেলা জামায়াতের সাবেক আমীর আনোয়ারুল হক মালিক, মেহেরপুর জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুব আলম, মেহেরপুর জামায়াতের জেলা সেক্রেটারি ইকবাল হুসাইন প্রমুখ।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা জামায়াতের দায়িত্বশীল সদস্যরা অংশ নেয়।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/জেবি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

রাষ্ট্রকে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ করছিল শেখ হাসিনা: নয়ন

মানুষের ভাগ্যের পরিবর্তনকেই সংস্কার মনে করে বিএনপি: তারেক রহমান

জনগণের দ্বারা নির্বাচিত সরকারই শ্রেষ্ঠ সরকার: মির্জা ফখরুল

ছলচাতুরি রেখে অবিলম্বে নির্বাচন দেওয়ার আহ্বান মির্জা আব্বাসের

সময় নেন তবে ফখরুদ্দিন-মঈনের মতো যেন না হয়: অন্তর্বর্তী সরকারকে ফারুক

স্বৈরশাসকের পতন হলেও বিএনপিকে ঠেকাতে ষড়যন্ত্রকারীরা তৎপর: জুয়েল

‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ বিএনপির সঙ্গে কাজ করতে প্রস্তুত আ.লীগ: হাছান মাহমুদ

জিয়াউর রহমানকে যে মানে না সে ফ্যাসিবাদের দালাল: দুদু

ফ্যাসিবাদের নেতাকর্মী এখনো বিভিন্ন সুযোগের অপেক্ষায় আছে: আলাল

গণহত্যা ও গণতন্ত্র ধ্বংসের দায়ে শেখ হাসিনার বিচার করতে হবে: নয়ন

এই বিভাগের সব খবর

শিরোনাম :