সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলে নিহত 

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৭| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৩
অ- অ+

হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার ও জামালগঞ্জে তিন জেলে নিহত হয়েছেন। রবিবার সকালে জেলার দুটি উপজেলার পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন বজ্রপাতে তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দোয়ারাবাজারের পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছোট ছেলে মো. জালাল মিয়া, একই গ্রামের মো. নুরুল হকের বড় ছেলে মো. জসিম উদ্দিন হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান।

দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল ওয়াহিদ দুজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে শনিবার রাতে জেলার জামালগঞ্জ উপজেলার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে কালাগুজা গ্রামের আব্দুল লতিফের ছেলে শরীফ মিয়া ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ ও নিহতের পরিবার জানান, শরীফ মিয়া রাতে কালাগুজা হাওরে মাছ ধরার জন্য যান। সকালে পরিবারের লোকজন জানতে পারে বজ্রপাতে তিনি মারা গেছেন। পরে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কামাল হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়ি যাচ্ছে।

(ঢাকা টাইমস/২৯সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় মা ও ৬ মাসের শিশুসহ ১১ জন নিহত
'সীমান্ত গৌরবে' বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
ডিসেম্বরে নির্বাচন হবে, এমনই বিশ্বাস রাখতে চাই: মির্জা আব্বাস 
স্বাধীনতা দিবসে ঘরে বসেই দেখুন মুক্তিযুদ্ধের সাড়া জাগানো এই সিনেমাগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা