মাদক মামলার আসামি জয়নাল গ্রেপ্তার

রাজধানীর তুরাগ এলাকার শীর্ষ মাদক কারবারি ও পুলিশ অ্যাসল্ট মামলার অন্যতম আসামি জয়নালকে (৬৯) গ্রেপ্তার করেছে ডিএমপির তুরাগ থানা পুলিশ। পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বাউনিয়া বটতলা এলাকা থেকে মো. জয়নালকে গ্রেপ্তার করে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
উপকমিশনার জানান, গ্রেপ্তার জয়নালের বিরুদ্ধে তুরাগ থানাতে বিভিন্ন সময়ে করা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা ও একটি পুলিশ অ্যাসল্ট মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
পুলিশ জানায়, জয়নাল তুরাগ এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন অবৈধ মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এলএম/কেএম)

মন্তব্য করুন