ছাত্র-জনতার ওপর গুলি, ঢাকায় গ্রেপ্তার ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের অভিযোগে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনিকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করার অভিযোগে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি নওশাদ আহমেদ অনিকে গ্রেপ্তার করেছে র্যাব-২ এর একটি অভিযানিক দল।’
তিনি আরও বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র আন্দোলনে গুলি করার একটি ভিডিও ভাইরাল হয়। এই ভিডিও ফুটেজ পর্যালোচনা করে র্যাব তাকে গ্রেপ্তার অভিযানে নামে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাত ৯টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা অনির বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায় মামলা রয়েছে। সেই মামলার ২৩ নম্বর আসামি তিনি। গ্রেপ্তার অনিকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এলএম/এসআইএস)

মন্তব্য করুন