জেনেভায় শেখ হাসিনার জন্মবার্ষিকী উদযাপন

সুইজারল্যান্ডের জেনেভায় শেখ হাসিনার ৭৮তম জন্মবার্ষিকী উদযাপন করেছে সুইজারল্যান্ড আওয়ামী লীগ। শনিবার জেনেভার একটি কন্টিনেন্টাল রেষ্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংঠনের সভাপতি জমাদার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, তার পরিবারের জন্য দোয়া, আলোচনা সভা ও কেক কাটা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের উপদেষ্টা খলিলুর রহমান, সহ সভাপতি আশরাফুল ইসলাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, সাংগঠনিক সম্পাদক গৌরী চরন সসীম প্রচার ও প্রকাশনা সম্পাদক আইয়ান জুনায়েদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তাগণ শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় বক্তারা জননেত্রী শেখ হাসিনাকে অতি দ্রুত সসম্মানে দেশে ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
দোয়া পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর আলী, গিতা পাঠ করেন সুনীল চক্রবর্তী এবং ত্রিপিটক পাঠ করেন সাংগঠনিক সম্পাদক সুমন চাকমা। উপস্থিত ছিলেন সহসভাপতি মশিউর রহমান সুমন, সুইজারল্যান্ড শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক দিবাকার পাল কল্যাণ, তারেক আল মাহমুদ সহ অনেকে।(ঢাকা টাইমস/৩০সেপ্টেম্বর/এসএ)

মন্তব্য করুন