আ.লীগের ষড়যন্ত্র সফল হবে না: নাজমুল হাসান

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতন হলেও তাদের কুচক্রী প্রেতাত্মারা, আশীর্বাদপুষ্টরা অন্তর্বর্তী সরকার ও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। তারা এই সরকারকে অস্থিতিশীল করতে চায়। কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হবে না। কারণ, এই কচক্রীদের ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসী সজাগ ও সতর্ক রয়েছে।
দেশব্যাপী জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজার এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গণসংযোগ ও ধানের শীষের শুভেচ্ছা বিনিময়কালে নাজমুল হাসান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আবু সাঈদদের রক্ত বৃথা যাবে না। এই সরকার ছাত্র-জনতার বিপ্লবের সরকার। সুতরাং গণতন্ত্রকামী জনগণ এই সরকারকে ব্যর্থ হতে দেবে না।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক মামুন হাশমি দীপু, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজামুর রহমান নিজাম, সদস্য সচিব কামরুল আহসান, যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী বাদল, শামীম হোসেন, মাইনুল ইসলাম রুবেল, সদস্য আসাদুর রহমান রাজিব, মেহেদী হাসান মৃদুল, আবু ইমরান, জাহিদুল ইসলাম খান বাপ্পী, মাহমুদুল হাসান লিমন, সাকিব সিন শাওন, মাকিন আবেদিন প্রিম, বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব কামরুল হাসান সোহাগ, বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন, যুগ্ম আহ্বায়ক মাইনুল আলম মাহিম, উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিলন হাওলাদার, সদস্য সচিব জুম্মন শিকদার মোতালেব, যুগ্ম আহ্বায়ক বায়জিদ মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. মাসুদ হাওলাদার, সাইফুল ইসলাম সোহেল, আলামিন, তুষার, কামরুল ইসলাম মোমেন, আলীমুনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের শতাধিক নেতৃবৃন্দ।
(ঢাকাটাইমস/০৩অক্টোবর/জেবি/এসআইএস)

মন্তব্য করুন