বাংলাদেশিদের ঝুলে থাকা ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তি করবে ইতালি দূতাবাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৪, ০০:২৯| আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০০:৩৫
অ- অ+

দীর্ঘদিনের অনিষ্পন্ন ভিসা আবেদনসমূহ দ্রুত নিষ্পত্তি করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস।

বৃহস্পতিবার এক তথ্য বিরণীতে বলা হয়, দূতাবাসে দীর্ঘদিন যাবত জমে থাকা ভিসা আবেদনসমূহ দ্রুততম সময়ে নিষ্পত্তির লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনার প্রেক্ষিতে তাদের কনস্যুলার শাখার লোকবল বৃদ্ধিসহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

ঢাকাস্থ ইতালি দূতাবাসে বর্তমানে প্রায় ৪০ হাজারের অধিক ভিসার আবেদন বিবেচনাধীন রয়েছে। এ সমস্ত আবেদন প্রক্রিয়া সম্পাদন করে ইতোমধ্যে তারা স্ব স্ব আবেদনকারীর কাছে পাসপোর্ট ফেরত দেওয়া শুরু করেছে।

এরইধারাবাহিকতায় আগামী দুই মাসের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক (অন্তত ২০ হাজার) আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পাসপোর্ট ফেরত দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে ইতালি দূতাবাস।

ইতালি দূতাবাস জানায়, জাল কাগজপত্র শনাক্তকরণ ও দুর্নীতি প্রতিরোধে জমাকৃত সকল ডকুমেন্ট বিশেষভাবে যাচাই করা অত্যাবশ্যকীয়। কাজের অনুমতিপত্র বা ‘নুলা ওস্টা’ জমা দিলেই ভিসাপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত নয়। কাজ ছাড়াও অধ্যয়ন, ব্যবসা, পর্যটন, পারিবারিক ভিসা ইত্যাদি ক্যাটাগরিতে ইতালি দূতাবাসে জমাকৃত ভিসা আবেদনের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

উল্লেখ্য, ভিসা প্রদানে প্রয়োজনীয় সময় বা ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত এবং তার প্রেক্ষিতে আপিল সংক্রান্ত বিষয়সমূহ শুধু ইতালির প্রযোজ্য আইন ও প্রবিধান দ্বারা নিয়ন্ত্রিত এবং দূতাবাসও তা প্রয়োগ করতে বাধ্য। অগ্রাধিকারভিত্তিতে ভিসা সংক্রান্ত এ জটিলতা নিরসনে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস। এ বিষয়ে আবেদনকারীসহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে কোনো জঙ্গি নেই : ডিএমপি কমিশনার
মুরাদনগরের ওসি, কথিত সাংবাদিক ও যুবলীগ নেতাকে দিয়ে বিএনপির নাম জড়ানো হয়: কায়কোবাদ
‘দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না আওয়ামী লীগ’
হাসিনা-রেহানা জয়-পুতুলের নামে সমন বিজ্ঞপ্তির নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা