সচিবালয়ে বিশৃঙ্খলা: এখনো স্থগিত আনসারের ৮ হাজার ৬১১ সদস্য
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আনসার সচিবালয়ে বিশৃঙ্খলায় জড়িত প্রায় সাড়ে আট হাজার আনসার সদস্যকে এখনো সাময়িকভাবে স্থগিত করে রাখা হয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
শনিবার রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আনসার মহাপরিচালক বলেন, এ ঘটনার পর আমাদের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটির প্রাথমিক কাজ শেষ হয়েছে। এই আন্দোলনের পরবর্তী সময়ে আমরা প্রায় ১৩ হাজার ৮০ জন আনসার সদস্যকে সাময়িক স্থগিত করে রেখেছিলাম। তাদের মধ্যে যাচাই বাছাই করে সংশ্লিষ্টতা বা সম্পৃক্ততা না থাকায় ৪ হাজার ৬৬৯ জনকে পূর্ণরায় কার্যক্রমে অন্তর্ভুক্ত করেছি। তবে এখনো ৮ হাজার ৬১১ জন আনসার সদস্যকে সামরিক স্থগিত করে রাখা হয়েছে।
তিনি বলেন, আন্দোলনের সময় যারা খুবই আগ্রাসী এবং হিংসাত্মক ভূমিকা পালন করেছে তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ৪৪৭ জন আনসার সদস্য গ্রেপ্তার রয়েছেন। উৎশৃংখল আনসার সদস্যদের বিরুদ্ধে এখন পর্যন্ত ১১ টি মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, আন্দোলন করেছিলেন তারা এখন বুঝতে পেরেছেন এটি খারাপ কাজ ছিল। তাদের যে দাবিগুলো সেগুলো এড্রেস করা হয়েছে। ইতিমধ্যে আনসারের রেস্ট কত বাতিল করা হয়েছে। ওদের দাবি ছিল বেতন, আনসার সদস্যদের বেতন নিয়ে আমরা কাজ করছি। আনসার সদস্যদের রেশন বাড়ানো নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা গিয়েছে মন্ত্রণালয়। আমি নিশ্চিত এ বিষয়ে একটি পজেটিভ নির্দেশনা আসবে । যেহেতু এরা চুক্তিভিত্তিক কাজ করে তাই এদের কোন পেনশন নেই তাদের একটা পেনশন সুবিধার দাবি ছিল। আমরা চেষ্টা করছি আনসার ব্যাংকের কোন পেনশন স্কিমের তাদের যুক্ত করা যায় কিনা।
আনসার ডিজি বলেন, দেশের অন্য সব খাতের মত আনসার বাহিনীতেও সংস্কার চলছে। আগে দেখা গিয়েছিল যে আনসার সদস্যদের কার্যক্রম শুধুমাত্র সুনির্দিষ্ট একটি পরিধির মধ্যে ছিল। আমরা এখন নিয়োগ প্রক্রিয়া এমনভাবে করব যাতে করে এখানে সকল জেলার প্রতিনিধিত্ব থাকে। আগে দেখা যেত আনসার সদস্যরা তাদের নিজস্ব চাওয়া অনুযায়ী বিভিন্ন জায়গায় দায়িত্ব পেতেন। কিন্তু এখন আর এমনটি হবে না। আমাদের নতুন বিধিমালা অনুযায়ী সবাইকে অন্যসব চাকরির মত যে কোন জায়গায় গিয়ে দায়িত্ব পালন করতে হবে। আনসার বাহিনীতে এখন আর অনিয়ম কিংবা অনিয়মতান্ত্রিক কোন কার্যক্রম থাকবে না।
(ঢাকাটাইমস/০৫অক্টোবর/এলএম/এমআর)