সোনামসজিদ দিয়ে ভারতে পাচারের সময় ১৮ কেজি ইলিশসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ১৮ কেজি ইলিশ, ভারতীয় একটা ট্রাকসহ চালককে আটক করেছে বিজিবি।
সোমবার সকাল ১০টার দিকে ইলিশসহ আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন, ভারতের মালদা জেলার কাঞ্চান্টার টিয়াকাঠি গ্রামের রনজিৎ মণ্ডলের ছেলে অলক মণ্ডল (২২)।
এদিন দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি জানান, গোপন খবরে জানা যায় বাংলাদেশ থেকে অবৈধভাবে সোনামসজিদ ইমিগ্রশন দিয়ে ইলিশ পাচার হবে। এ খবরে গত দুদিন ধরে সোনামসজিদ বন্দরে বিজিবি টহল বাড়ানো হয়। এক পর্যায়ে সোমবার সকালে ভারতীয় একটি খালি ট্রাকে বক্সের মাধ্যমে প্রায় ১৮ কেজি ইলিশ অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় ভারতীয় ট্রাকসহ চালককে আটক করে বিজিবি।
অবৈধভাবে পাচারের দায়ে শিবগঞ্জ থানা পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করে।(ঢাকা টাইমস/০৭অক্টোবর/এসএ)