বিদেশি পিস্তল-গুলি, ওয়াকিটকি ও মদসহ ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৪, ২০:১৫

খিলক্ষেতের লেকসিটি এলাকা থেকে গুলিসহ দুটি বিদেশি পিস্তল, ওয়াকিটকি ও বিপুল পরিমাণ মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, নাফিজ মোহাম্মদ আলম, মো. সুজন মিয়া ও মো. রমজান আলী।

মঙ্গলবার সকালে খিলক্ষেতের লেকসিটির কনকর্ড ছায়ানীড় নামক একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, সেনাবাহিনীর সহায়তায় মঙ্গলবার সকালে খিলক্ষেতের লেকসিটির কনকর্ড ছায়ানীড় নামক একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৪৮ রাউন্ড গুলি, ১টি সিগনাল লাইট, ১টি ওয়াকিটকি, ২টি আইফোনসহ বিভিন্ন ব্রান্ডের ৯টি মুঠোফোন, বিভিন্ন ব্রান্ডের ১৭ হাজার ৩০০ মিলি বিদেশি মদ, ৩০৯৫ মিলি বিয়ার ও নগদ ১ লাখ ৪৫ হাজার ৫০০ টাকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

এসব জব্দকৃত অস্ত্র ও গুলিসহ অন্যান্য মালামাল অবৈধ কাজে ব্যবহারের জন্য ও মদ বিক্রির জন্য নিজ হেফাজতে রেখেছিল বলে গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তারকৃত নাফিজের বিরুদ্ধে ডিএমপির ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আরও চারটি মামলা রয়েছে। এছাড়া সুজন মিয়ার নামে হাজারীবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো দুটি মামলা রুজু হয়েছে।

(ঢাকাটাইমস/০৯অক্টোবর/এলএম/এমআর)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

সাবেক হুইপ ইকবালুর রহিমের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

মোহাম্মদপুরে হত্যাসহ ৬ মামলার আসামি ‘বোমা আরমান’ গ্রেপ্তার

খিলগাঁওয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় ব্যবহৃত পিকআপ জব্দ 

আফরোজা আব্বাসের নির্বাচনি প্রচারে হামলা: মহিলা লীগ নেত্রী মেরিনা গ্রেপ্তার

সবুজবাগে ওয়ার্কশপে গাড়ির মালিককে হত্যা: চাঁদপুর থেকে প্রধান আসামি গ্রেপ্তার

মিরপুরে শামীম হত্যা: যুব মহিলালীগ নেত্রী জুলিয়া আক্তার গ্রেপ্তার

সাবেক আইনমন্ত্রী আনিসুলের ‘বান্ধবী’ তৌফিকার অর্থপাচরের অনুসন্ধানে সিআইডি

‘বান্ধবী’সহ সাবেক আইনমন্ত্রীর দুর্নীতি অনুসন্ধান ও সম্পদ বাজেয়াপ্তের আবেদন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর লাইসেন্স করা পিস্তল মিলল পরিত্যক্ত অবস্থায়

জাতীয় পার্টির কার্যালয়ের বাড়িটি এস আলমের, রাষ্ট্রীয় সম্পত্তি করতে দুদকে চিঠি

এই বিভাগের সব খবর

শিরোনাম :