কুড়িগ্রামে পূজামণ্ডপে হামলা করতে এসে যুবক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৪, ১৩:৪৬| আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৪:২৪
অ- অ+

কুড়িগ্রামের রাজারহাটে দুর্গাপূজার মণ্ডপে হামলা করতে এসে আনসার সদস্যদের হাতে আটক হয়েছেন এক যুবক। সময় আরও চার যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর কালীরপাট দুর্গামন্দিরে বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আটক যুবক মোহাম্মদ নুরুজ্জামান (২৬) পশ্চিম দেবোত্তর গ্রামের মোহাম্মদ ওসিউজ্জামানের ছেলে।

কালীরপাট দুর্গামন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি তপন চন্দ্র রায় বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে মন্দিরের পিছনে -৬ জন যুবক বাঁশ কাঠের লাঠি হাতে মন্দিরে হামলা চালান এবং ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে মন্দিরে অবস্থানকারী ভক্তরা আতঙ্কিত হয়ে পড়েন। নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা যুবকদের ধাওয়া করে মোহাম্মদ নুরুজ্জামানকে আটক করেন। রাতেই তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটককৃত যুবক পূজামণ্ডপে আঘাত ঢিল ছোড়ার সত্যতা স্বীকার করেছেন। তার সঙ্গী অপর চার যুবকের নামও বলেছেন। ঘটনায় রাজারহাট থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

অপর যুবকদের আটক করতে পুলিশের অভিযান চলছে এবং মন্দিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা