হত্যা মামলায় ফারুক খানের ২ দিনের রিমান্ড

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৪, ১৫:২১

বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানের সময় মকবুল নামে দলটির এক কর্মী গুলিতে নিহতের মামলায় গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যহ শুনানি শেষে এ রিমান্ড আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক নাজমুল হাচান ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ডের পক্ষে রাষ্ট্র পক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী শুনানি করেন।

আসামি পক্ষে শ্রী প্রাণনাথসহ প্রমুখ আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিনের আবেদন করেন।

এর আগে সোমবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে র‍্যাব-১ এর মেজর আবীরের নেতৃত্বে ফারুক খানকে গ্রেপ্তার করা হয়।

২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান। কার্যালয়ে ভাঙচুর করা হয়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় মাহফুজুর রহমান নামের একজন গত ৩০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এই মামলায় ফারুক খানকেও আসামি করা হয়।

ঢাকাটাইমস/১৫অক্টোবর/ইএস

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

রিমান্ড শেষে কারাগারে আমু, ছয় দিনের রিমান্ডে শম্ভু

ডেসটিনির আরেক মামলার রায় ২৮ নভেম্বর

নূর হোসেন দিবসে গ্রেপ্তার যুবলীগ-ছাত্রলীগের ৪২ নেতাকর্মী কারাগারে

হত্যা মামলায় অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী কারাগারে

সাবেক এমপি বাহাউদ্দিন ও তার স্ত্রী-মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

হাতকড়া পরিয়ে হাজির করায় আদালতকে যা বললেন শাজাহান খান

আমুর আইনজীবীকে ‘মারধর’: জড়িতদের খুঁজে বের করার নির্দেশ আদালতের

শাজাহান-মেনন-মামুনসহ ৫ জন নতুন হত্যা মামলায় গ্রেপ্তার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা: খালেদা জিয়ার সাজা স্থগিত

ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাবেক এমপি পিনুর ছেলে রনির জামিন স্থগিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :