গাজায় পর্যাপ্ত ত্রাণ দিতে বাধা: ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

এক মাসের মধ্যে গাজা উপত্যকায় জরুরি মানবিক সহায়তার পর্যাপ্ত প্রবেশ নিশ্চিত না করতে পারলে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এক চিঠির মাধ্যমে ইসরায়েলকে ৩০ দিনের এই সময়সীমা বেঁধে দিয়ে সতর্ক করেছে ওয়াশিংটন।
বুধবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে একটি গোপন চিঠি পাঠানো হয়, যা প্রথমে প্রকাশ্যে আসেনি। তবে পরে বিবিসির একটি প্রতিবেদনে বিষয়টি উঠে এলে, তা নিশ্চিত করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার। তিনি বলেন, ‘চিঠির বিষয়টি এখন আলোচনায় আসায় আমি এটা নিশ্চিত করতে পারছি।’
মিলার আরও জানান, গাজায় যে পরিমাণে সহায়তা প্রবেশ করছে, তা অত্যন্ত সীমিত। অতীতে একই ইস্যুতে আলোচনা হলে ইসরায়েল কিছুটা প্রবেশাধিকার বাড়ালেও তা যথেষ্ট নয় বলে মনে করছে যুক্তরাষ্ট্র।
ইসরায়েলের কাছ থেকে দ্রুত পদক্ষেপের প্রত্যাশা করছেন মিলার, যাতে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নাটকীয়ভাবে বাড়ে এবং গাজার পরিস্থিতি উন্নত হয়।
এদিকে গাজার শরণার্থীদের তাবুতে ইসরায়েলি বিমান হামলাকে ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন মার্কিন কর্মকর্তারা। ওই হামলায় আগুনে পুড়ে অনেকের মৃত্যু হওয়ায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে জানান তারা।
তবে বিষয়টিকে আই ওয়াশ বলে মনে করেন আল জাজিরার সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা। তিনি বলেছেন, যখন গাজায় এক হাজার শিশু মারা গিয়েছিল তখন যুক্তরাষ্ট্র বলেছিল তারা উদ্বিগ্ন। যখন ১০ হাজার মারা গেল তখনও তারা বলেছিল উদ্বিগ্ন। যখন ৪০ হাজার মানুষ গেল তখনও তারা বলে ‘আমরা উদ্বিগ্ন’। আসলে এই উদ্বিগ্ন হওয়াটা ইসরায়েলের ওপর কোনো কাজ করছে না। যুক্তরাষ্ট্র একদিনে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে। অপরদিকে মানুষের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করছে।
ঢাকাটাইমস/১৬অক্টোবর/ইএস

মন্তব্য করুন