দীপ্ত টিভির তামিম হত্যা: দ্রুত বিচারের দাবিতে সহকর্মীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৪, ১৩:০৩
অ- অ+

দেশের বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভির সম্প্রচার কর্মী তানজিল জাহান তামিমকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন টেলিভিশনটির কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে এ মানববন্ধন করা হয়। এসময় দোষীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধনে হত্যার শিকার তামিমের সহকর্মীরা বলেন, একজন মিডিয়ার কর্মীকে যদি হত্যা করে এইভাবে পার পেয়ে যায় তাহলে আমরা কেউই নিরাপদ নই। যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

দীপ্ত টিভির চিফ অপারেটিং অফিসার সুবর্না পারভীন বলেন, মামলায় এরইমধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছে। তবে মূল অভিযুক্তরা এখনও গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে তামিমের পরিবার। যাদের এখনো গ্রেপ্তার করা হয়নি তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসা হোক।

গত বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টে ডেভেলপার কোম্পানির সঙ্গে ফ্লাট নিয়ে দ্বন্দের জেড়ে নিজ বাসায় দীপ্ত টিভির সম্প্রচার কর্মী তানজিল জাহান তামিমকে পিটিয়ে হত্যা করা হয়। পরে ওই ঘটনায় নিহতের বাবা সুলতান আহমেদ বাদী হয়ে হাতিরঝিল থানায় ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হলেও এ হত্যাকাণ্ডের অন্যতম আসামি ডিএনসি কর্মকর্তা মামুন এবং বিএনপি নেতা শেখ রবিউল ইসলাম রবি এখনও অধরা রয়েছেন।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এলএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা