বিএনপির মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে শমসের মবিনকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৪, ১৮:১৭| আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৮:৩৭
অ- অ+

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি মামলায় গ্রেপ্তার দেখাতে যাচ্ছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ডিবির একটি সূত্র ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহাসমাবেশ ভণ্ডুল করতে ব্যাপক হামলা ও ধরপাকড় করা হয়। এই ঘটনায় চলতি বছরের ১৪ সেপ্টেম্বর বিএনপির পক্ষ থেকে একটি মামলা করা হয়। সেই মামলার তদন্তে নাম পাওয়া গেছে শমসের মবিন চৌধুরীর।

এরপরই ডিবি পুলিশ তাকে আটক করতে রাজধানীর বনানীর বাড়িতে অভিযান চালায় বলে জানায় সূত্র। প্রায় এক ঘণ্টার অভিযান শেষে শমসের মবিন চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। রাতেই তাকে পল্টন থানার ওই মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে।

ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভুঁইয়া ঢাকাটাইমসকে জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শমসের মবিনকে আটক করা হয়েছে। তাকে আগামীকাল (শুক্রবার) আদালতে তোলা হবে।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী ঢাকাটাইমসকে জানান, পল্টন থানার একটি মামলায় শমসের মবিনকে গ্রেপ্তার দেখানো হবে।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এসএস/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনাজপুরের শালবনে মহাবিপন্ন ‘খুদি খেঁজুর‘ গাছের সন্ধান
সীমান্তে সেনা উপস্থিতি কমাতে একমত ভারত-পাকিস্তান
মির্জাপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীর কালুখালী বাজারে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা