জয়পুরহাটে ডাকাতি মামলায় ৫ জনের যাবজ্জীবন 

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৪, ১২:১৮| আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১২:৫০
অ- অ+

জয়পুরহাটে ডাকাতির মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দু বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) খাজা শামছুল ইসলাম বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন– জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাসরা খাপাড়ার সূর্য ফকিরের ছেলে ফজলু ফকির, একই গ্রামের মৃত আমের আলীর ছেলে মো. তাজেল, সদর উপজেলার পুরানাপৈল গ্রামের মৃত ইব্রাহিম মণ্ডলের ছেলে মুকুল হোসেন ওরফে পাংকু, একই উপজেলার কোচনাপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আনোয়ার হোসেন এবং হামছায়াপুর (পালি) গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মিঠুন হোসেন।

এদের মধ্যে আসামি ফজলু ফকির, আনোয়ার হোসেন এবং মিঠুন হোসেন পলাতক আছেন। আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি গভীর রাতে সদর উপজেলার ভাদসা জয়পার্বতীপুর গ্রামের গোলাম মাহমুদ মণ্ডলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির সীমানা প্রাচীর টপকে আঙিনায় প্রবেশ করে। এ সময় বাড়ির লোকজন ঘুম থেকে উঠলে ডাকাতরা তাদের প্রচণ্ড মারধর করে হাত-পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। এ ঘটনায় গোলাম মাহমুদ বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন। এ মামলা তদন্ত করে সদর থানা পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

(ঢাকা টাইমস/২৪অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১১৫ শতাংশ শুল্ক কমাতে সম্মত চীন ও যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-নেপাল-ভুটান-সেভেন সিস্টার্সের মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশলের আহ্বান প্রধান উপদেষ্টার
ডিগ্রির মর্যাদা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় নার্সেস দিবস বয়কট, বিক্ষোভ ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের
পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র, র‍্যাব পুনর্গঠনে ৫ সদস্যের কমিটি: স্বরাষ্ট্র উপদেষ্টা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা