দুটি কবিতা

ছায়া
বাবা একটি গাছ। দেখতে তবু মানুষের
মতোই মনে হয় তাকে; সূর্য্য আমাকে
পুড়িয়ে ফেলতে চায় বলে
বাবা আমাকে ঘিরে দাঁড়িয়ে থাকে।আটলান্টিক চোখ
এই অতলান্তিক চোখে কখনো তাকাতে যদি তুমি,
দেখতে, আমার অভিমানগুলো এভারেস্ট ছাড়িয়ে আকাশগঙা যাচ্ছে— ক্ষোভগুলো আকাশটাকে ভেঙে
দিতে চাচ্ছে— আক্ষেপগুলো ইউনিভার্স পেরিয়ে খোদার
দিকে যাচ্ছে—আর অভিযোগেরা আরেকটি পৃথিবী
গড়তে চাচ্ছে.. (হতে পারে পাখির পৃথিবী, কাঁটাতারহীন পৃথিবী)
তাকাতে যদি একবার,
দেখতে খোদার আরশে আমার ভেঙে যাওয়া স্বপ্নগুলো
তোমার গল্প বলছে, তীব্র তীব্র আঘাতের গল্প— টুকরো
টুকরো অবহেলার গল্প— অনেক অনেক কান্নার গল্প—এই কান্নারা তৈরি করেছে এখানে তোমার নামে নদী, দেখতেই—চোখে একবার ভুলে তাকাতেও তুমি যদি!
(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এফএ)

মন্তব্য করুন