মাদারীপুরে সাপের কামড়ে প্রাণ গেল শ্রমিকের

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৪, ১৯:০১
অ- অ+

মাদারীপুরের কালকিনিতে সাপের কামড়ে ফরহাদ শিকদার (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ফরহাদ শিকদার উপজেলার লক্ষিপুর এলাকার জায়গির গ্রামের মৃত আবদুল খালেক শিকদারের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, ফরহাদ শিকদার বৃহস্পতিবার বিকালে তার নিজ ঘরের ভেতরে বসে ফার্নিচারের কাজ করছিলেন। এসময় ঘরের ভেতরে লুকিয়ে থাকা একটি কালো রঙয়ের বিষাক্ত সাপ এসে তার পায়ে কামড় দেয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভাই সোহেল শিকদার বলেন, ‘কালো রঙয়ের একটি সাপে কামড় দিলে আমার ভাইকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ‘আমরা শুনেছি সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে। তবে পরিবারের কেউ আমাদের অবহিত করেনি।’

(ঢাকা টাইমস/০১নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে সম্মিলিত পেশাজীবী পরিষদের শোক প্রকাশ
অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি
সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মির্জা ফখরুল
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা