মিলিতাও ও রদ্রিগোর বদলি হিসেবে ব্রাজিল দলে জায়গা পেলেন যারা
আসন্ন ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে আগামী ১৪ ও ২০ নভেম্বর ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র। যেখানে ২৩ সদস্যের দলে জায়গা করে নিয়েছিলেন রদ্রিগো এবং এদের মিলিতাও। তবে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় চোট পেয়ে ছিটকে গেছেন তারা। তাদের বদলি হিসেবে বাছাইপর্বের পরবর্তী দুই ম্যাচের দলে ডাক পেলেন গাব্রিয়েল মার্টিনেল্লি ও লিওনার্দো অর্টিজ।
লা লিগায় শনিবার (৯ নভেম্বর) ওসাসুনার বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে রদ্রিগো এবং মিলিতাও দুইজনই ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। ম্যাচের ২০তম মিনিটে রদ্রিগো পেশির চোট নিয়ে মাঠ ছাড়েন। আর মিলিতাও এসিএল ইনজুরিতে পড়েছে বলে জানিয়েছে রিয়াল মাদ্রিদ।
যার কারণে দুই ফুটবলারই দীর্ঘদিনের জন্য ছিটকে গেছেন। রদ্রিগো এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেও, চলতি মৌসুমে আর মাঠে ফেরা হচ্ছে না মিলিতাও-র। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, মিলিতাও-র সুস্থ হতে ৯ মাসের মতো সময় লাগতে পারে।
আসন্ন আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের স্কোয়াডে ডাক পেয়েছিলেন এই দুইজন। এখন ইনজুরির কারণে ছিটকে যাওয়ায় তাদের পরিবর্তে ব্রাজিল দলে ডাকা হয়েছে আর্সেনালের উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার লিওনার্দো অর্টিজকে।
মার্টিনেল্লি ব্রাজিলের হয়ে ১৪ ম্যাচ খেললেও লিওনার্দো অর্টিজ এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি। ২৮ বছর বয়সি অর্টিজ প্রথমবার ব্রাজিল দলে ডাক পেয়েছিলেন ২০২১ কোপা আমেরিকার মাঝপথে।
আগামী বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল, পাঁচ দিন পর তাদের দ্বিতীয় ম্যাচ উরুগুয়ের বিপক্ষে। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১০ ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ব্রাজিল।
(ঢাকাটাইমস/ ১০ নভেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন