খিলগাঁওয়ে দুর্ধর্ষ ডাকাতি: লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ৫ জন গ্রেপ্তার
রাজধানীর খিলগাঁওয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ঢাকার কেরানীগঞ্জ থানা এবং কুমিল্লার তিতাস ও চান্দিনা থানা এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে খিলগাঁও থানা পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে লুণ্ঠিত লোহার তৈরি ৩ হাজার ৪৭৫ কেজি ওজনের বিভিন্ন যন্ত্রাংশ (যার মূল্য আনুমানিক ৪ লাখ ১৭ হাজার টাকা), বিভিন্ন ভোল্টের ১০টি ব্যাটারি, দুটি পুরাতন গ্রাইন্ডিং মেশিন, একটি রুফিং মেশিন, একটি সিলিং ফ্যান, দুটি অ্যাডজাস্ট ফ্যান ও ৫০ ফুট ইন্টারনেট ক্যাবল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সেলিম (৩৫), আবুল কালাম (২৯), মো. হকসাব (৪৮), মো. হযরত আলী ভূইয়া (৫২) ও মো. বিল্লাল (২৫)।
রবিবার সন্ধ্যায় খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৯ অক্টোবর রাত ৮ থেকে ১১ টার মধ্যে অজ্ঞাতনামা ১৫/২০ জনের একটি দল খিলগাঁওয়ের কনস্ট্রাকশন সল্যুশনস নামক একটি প্রতিষ্ঠানের গোডাউনে প্রবেশ করে প্রতিষ্ঠানের কর্মচারীদের আগ্নেয়াস্ত্রের মুখে কন্টেইনারের ভেতর আটকে রেখে গোডাউনে থাকা নগদ তিন লাখ ৮০ হাজার টাকা লুট করে। পরবর্তীতে একটি ট্রাক নিয়ে এসে গোডাউনে থাকা আনুমানিক ২৫ লাখ ১৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন মালামাল, একটি টিভিএস মোটরসাইকেল, গোডাউনের কর্মচারীদের কাছে থাকা নগদ এক লাখ ৩৭ হাজার টাকা ও কর্মচারীদের ১৫টি মোবাইল ফোন যার লুট করে নিয়ে যায়। ডাকাতির এ ঘটনায় নগদ টাকাসহ যে সকল মালামাল লুট হয় তার আনুমানিক মূল্য ৩৩ লাখ ৮০ হাজার টাকা।
এ ঘটনায় ব্যবসায়ী মুহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে ১১ অক্টোবর খিলগাঁও থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ডাকাতির ঘটনায় ব্যবহৃত ট্রাকটি শনাক্ত করা হয়। পরে গত ৭ নভেম্বর কারওয়ান বাজার পেট্রোবাংলা ভবনের সামনে অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধার করা হয়। এরপর একে একে ডাকাতিতে জড়িত অন্যদের গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, এ ডাকাতির ঘটনায় গত ১৫ অক্টোবর মো. রাসেল, মো. মীর হোসেন ও মো. আবুল হাসান নামক তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় লুণ্ঠিত একটি মোটরসাইকেল ও একটি কম্পিউটারের সিপিইউ উদ্ধার করা হয়েছিল। ডাকাতির এ ঘটনায় এ পর্যন্ত মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
(ঢাকাটাইমস/১০নভেম্বর/এলএম/এমআর)
মন্তব্য করুন