আরও ১১৮ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৪, ০০:১৫| আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০০:২৪
অ- অ+

আরও ১১৮ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে সরকার। এ নিয়ে ১৬৭ জনের কার্ড বাতিল হলো। এরমধ্যে ৫ নভেম্বর ২৯ এবং গত মাসে ২০ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়।

৭ নভেম্বর প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর স্বাক্ষরিত এক আদেশে কার্ডগুলো বাতিলের কথা জানানো হয়।

আদেশে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২২ এর অনুচ্ছেদ ৬.৯, ৬.১০, ৯.৫ ও ৯.৬ এর আলোকে তাদের স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।

যেসব সাংবাদিকের কার্ড বাতিল করা হয়েছে—

এদিকে সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হওয়ার ঘটনায় উদ্বেগ জানায় কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। গত ২৯ অক্টোবর সিপিজে এশিয়ার এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে সংগঠনটি এ উদ্বেগ প্রকাশ করে।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এসএস/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাজী নজরুলকে ‘জাতীয় কবি’ ভূষিত করে শিগগিরই প্রজ্ঞাপন 
ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা
প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছিতের মামলায় শাহিন চেয়ারম্যানের বিরুদ্ধে চার্জশিট দাখিল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা