হত্যা মামলায় অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী কারাগারে

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৪, ১৭:২২
অ- অ+

রাইদা পরিবহনের বাস চালক আলমগীর হত্যা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ড. মমতাজ উদ্দিন আহমেদ ওরফে মেহেদীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

সোমবার আদালতে হাজির করে রাইদা পরিবহনের চালক আলমগীর হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

ঢাকার অতিরিক্ত মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে রিমান্ড শুনানির জন্য এ আসামিকে ওঠানো হয়। কিন্তু মামলার নথি মহানগর দায়রা জজ আদালতে থাকায় এদিন রিমান্ড শুনানি হবে না বলে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এরআগে রবিবার রাজধানীর উত্তরা থেকে মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানিয়েছেন, তার (আসামি মেহেদী) মোবাইল ফোনে আওয়ামী লীগের ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ কর্মসূচির নামে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চেষ্টার তথ্য প্রমাণ পাওয়া গেছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গ্রুপে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালিয়ে যাচ্ছিলেন।

আসামি মেহেদী ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে পরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পান।

তিনি ২০১৫ সালের ২৩ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। পরে ২০১৬ সালের ২১ জানুয়ারি রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই বছর ২৫ জানুয়ারি তিনি ঢাকার সিএমএম আদালতে মামলা করেন।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/আরজেড/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা
প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছিতের মামলায় শাহিন চেয়ারম্যানের বিরুদ্ধে চার্জশিট দাখিল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত
জাবিতে প্রজাপতি মেলা শুক্রবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা