মোবাইল রিচার্জ সুবিধা নিয়ে এল ট্যাপট্যাপ সেন্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৪, ২২:৪৩
অ- অ+

আন্তর্জাতিক রেমিট্যান্স পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ট্যাপট্যাপ সেন্ড এখন থেকে তাদের অ্যাপে বাংলাদেশের গ্রাহকদেরও এয়ারটাইম রিচার্জিং ফিচার সুবিধা দেবে। অর্থ স্থানান্তরের পাশাপাশি এই নতুন ফিচারটির মাধ্যমে বাংলাদেশি প্রবাসীরা এখন থেকে দেশে তাদের প্রিয়জনদের মোবাইল রিচার্জে সহায়তা করতে পারবেন। বাংলাদেশের সকল মোবাইল অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবে।

ট্যাপট্যাপ সেন্ড এক বিবৃতিতে জানায়, প্রবাসীরা নিজেই ট্যাপট্যাপ সেন্ড অ্যাপের মাধ্যমে দেশে থাকা তাদের প্রাপকদের জন্য মোবাইল মিনিট এবং ইন্টারনেট ডেটা প্যাকেজ উভয় ক্ষেত্রেই সরাসরি রিচার্জ করে দিতে পারবেন।

ফিচারটি ইউজার-ফ্রেন্ডলি হওয়ায় ব্যবহারকারীরা সহজেই অ্যাপটি নেভিগেট করতে পারে। মাত্র কয়েকটি ট্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা টক টাইম বা ডেটার জন্য এয়ারটাইম পাঠাতে পারবে যেটি এবং কয়েক মিনিটের মধ্যেই প্রাপক তার মোবাইলে পেয়ে যাবেন। তাই তাৎক্ষণিক প্রয়োজনে এয়ারটাইম রিচার্জের এই পরিষেবাটি গ্রাহকরা ব্যবহার করতে পারবেন।

লাইসেন্স দ্বারা অনুমোদিত হওয়ায় ট্যাপট্যাপ সেন্ড অর্থ প্রেরণের জন্য গ্রাহকদের কাছে একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হয়ে উঠছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে ব্যবহারকারীদের কাছে ট্যাপট্যাপ সেন্ড অ্যাপটি অ্যাক্সেসযোগ্য।

ট্যাপট্যাপ সেন্ডের গ্রাহকরা বাজারের সবচেয়ে ভালো বিনিময় হারে এবং নিরাপদে অর্থ স্থানান্তর করতে পারেন। একইসাথে দ্রুত পরিষেবা দেয়ায় এর মাধ্যমে ব্যবহারকারীদের সময়ও সাশ্রয় হচ্ছে। অন্যদিকে, একই অ্যাপে অর্থ স্থানান্তর এবং এয়ারটাইম রিচার্জের মতো বিভিন্ন পরিষেবা একসাথে থাকায় ব্যবহারকারীরা তাদের পরিবার এবং প্রিয়জনকে আর্থিকভাবে আরও বেশি সুবিধা দিতে পারছে।

ঢাকাটাইমস/১২নভেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মা-ছেলেমেয়েকে হত্যা: আড়াই ঘণ্টা অপেক্ষার পর আর ‘স্বীকারোক্তি দেননি’ বাচ্চু মেম্বার
আজ হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১০- একটি অসমাপ্ত কবিতার ঘরে ফেরা
২৭ দিনে দেশে ফিরলেন ৭৩ হাজার ৪৯৩ হাজি, ১০ জুন পর্যন্ত ফিরতি ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা