২০ বছরের নিষেধাজ্ঞায় থাকা লঙ্কান কোচকে আবার ১০ বছরের নিষেধাজ্ঞা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৪, ১৩:১৪
অ- অ+

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) থেকে বড় শাস্তি পেয়েছিলেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার দিলীপ সামারাবিরা। একজন নারী ক্রিকেটারের সঙ্গে অসংগতিপূর্ণ আচরণের দায়ে গত ১৯ সেপ্টেম্বর দুলীপ সামারাবিরাকে ২০ বছরের জন্য নিষিদ্ধ করেছিল সিএ। ২০ বছরের নিষেধাজ্ঞা পাওয়ার পর এখনও দুই মাস পেরোয়নি। দুলিপ সামারাবিরা খবরের শিরোণামে এলেন আবারও।

অভিযোগ সেই একইরকম, তবে ঘটনা ভিন্ন। অস্ট্রেলিয়ায় অন্য এক নারী ক্রিকেটারের সঙ্গে অনুপযুক্ত আচরণের দায়ে এবার শ্রীলঙ্কার সাবেক এই ব্যাটসম্যানকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করল ক্রিকেট অস্ট্রেলিয়া।

নতুন করে পাওয়া এই ১০ বছরের নিষেধাজ্ঞা তার আগের ২০ বছরের সঙ্গে বাড়তি যোগ হবে না, বরং এর মধ্যেই থাকবে। ক্রিকেট অস্ট্রেলিয়া, রাজ্য অ্যাসোসিয়েশনগুলো, বিগ ব্যাশ বা মেয়েদের বিগ ব্যাশ, কোথাও তিনি কোনো ধরনের কাজ করতে পারবেন না ২০৪৪ সাল পর্যন্ত। নিষেধাজ্ঞার মেয়াদ শেষের সময় তার বয়স হবে ৭২ বছর।

৫২ বছর বয়সী এই লঙ্কান কোচিং স্টাফে দায়িত্ব পালনের পর বিভিন্নভাবে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে তদন্তে প্রমাণ পেয়েছে সিএ। তার এবারের নিষেধাজ্ঞাটি এসেছে ক্রিকেট ভিক্টোরিয়ায় চাকরিরত অবস্থান প্রাইভেট কোচিংয়ের ঘটনায়।

সামারাবিরা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেও এ বিষয়ে তদন্তে অংশ নিতে চাননি। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ১০ বছরের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়।

এর আগে একজন নারী ক্রিকেটারের সঙ্গে অসংগতিপূর্ণ আচরণের দায়ে নিষেধাজ্ঞা পান তিনি। তখন ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী নিক কামিন্স বিবৃতিতে বলেছিলেন, ৫২ বছর বয়সী এই কোচের আচরণ ‘চরম নিন্দনীয়’ এবং ‘আমাদের সব ধরনের অবস্থানের সঙ্গে পুরোপুরি বিশ্বাসঘাতকতা।’

সামারাবিরা ১৯৯৩ থেকে ১৯৯৫ সালের মধ্যে শ্রীলঙ্কার হয়ে ৭টি টেস্ট ও ৫টি ওয়ানডে খেলেছেন। আরেকটি পরিচয় তিনি বাংলাদেশ দলের সাবেক ব্যাটিং কোচ থিলান সামারাবিরার বড় ভাই। প্রায় ১৬ বছর অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য নারী ক্রিকেট দলের কোচিং স্টাফে কাজ করে আসছিলেন দুলীপ সামারাবিরা। গত মে মাসে পদত্যাগের আগে মেয়েদের বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্সে সহকারী কোচের দায়িত্বেও ছিলেন।

(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গেজেট পাওয়ার পর আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত: সিইসি
যৌতুকের মিথ্যা মামলা: ফেঁসে গেলেন অভিযোগকারী নারী
রোম্যান্টিক সিন করতে গিয়ে আমার মাড়ি কেটে যায়: ঈশানী
নোয়াখালীতে সাম্যবাদী আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা