বছরের শেষ ম্যাচটা জয়ে রাঙাতে চায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৪, ১২:০৬| আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১২:১৯
অ- অ+

২০২৪ সালের শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ফুটবল দল। মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। এটি বাংলাদেশের চলতি বছরের শেষ ম্যাচ। বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি।

চলতি বছরে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। আর গোল পেয়েছে মাত্র ১টি। আর তাই বছরের শেষ ম্যাচটা জয়ে রাঙাতে চায় বাংলাদেশ। ছেড়ে দেওয়ার পাত্র নয় মালদ্বীপও। তারাও চাইছে দুই ম্যাচ জিতে দেশে ফিরতে।

গত বুধবার (১৩ নভেম্বর) মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে ঘরের মাঠে এটিই বাংলাদেশের প্রথম হার। প্রথম ম্যাচের হার যে দলকে তাড়িয়ে বেড়াচ্ছে, তা সোহেলের কথায় স্পষ্ট। ‘প্রথম ম্যাচ খেলার পর (বৃহস্পতিবার) আমাদের হোটেলে রিকভারি সেশন ছিল। সবাই ভালোভাবে রিকভারি করতে পেরেছি। অল্প সময়ের মধ্যে দ্বিতীয় ম্যাচ খেলতে হবে।’

তিনি বলেন, ‘আসলে দেখেন প্রথম ম্যাচ আমরা প্রত্যেকটা খেলোয়াড়ই চাচ্ছিলাম, আমরা যেভাবে খেলেছি, জয়টা আমাদের প্রাপ্য ছিল। আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। এখন আমরা দ্বিতীয় ম্যাচে মনোযোগ দিচ্ছি। যেভাবে প্রথম ম্যাচ খেলেছি, আমরা দ্বিতীয় ম্যাচে আরও ভালোভাবে ঘুরে দাঁড়াব। এই আত্মবিশ্বাস সব খেলোয়াড়ের আছে যে, আমরা খুব শক্তভাবে ঘুরে দাঁড়াব।’

চলতি বছরে বাংলাদেশ গোল করেছে কেবল একটি। গত সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে ১-০ ব্যবধানে জেতা প্রীতি ম্যাচে গোলটি করেন শেখ মোরসালিন। মালদ্বীপের বিপক্ষে গত বুধবার অবশ্য দ্যুতি ছড়াতে পারেননি এই তরুণ ফরোয়ার্ড।

গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন সোহেলও, কিন্তু কপাল মন্দ তার। প্রথমার্ধের শেষ দিকে এই মিডফিল্ডারের জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। সোহেলের চাওয়া, এবার যেন গোলের জন্য চেষ্টা করে সবাই।

‘আমি শুধু ফরোওয়ার্ডদেরকেই বলবো না, প্রত্যেক খেলোয়াড়ের দায়িত্ব গোল করা। যে সুযোগ পাবে, যার সামনে সুযোগ আসবে, সে যেন সুযোগটা কাজে লাগায়। আমি মনে করি, যে কেউ গোল করতে পারে দলের জন্য।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রথম ম্যাচে অনেক ভালো খেলেছি, কিন্তু দিন শেষে হেরে গিয়েছি। তো এ কারণে সবাই ভালো খেলাটাকে মূল্যায়ন করবে না। আমরা চাইব কালকের ম্যাচটা জিততে এবং সেই সামর্থ্য আমাদের আছে।’

বাংলাদেশ যে জয়ের জন্যই মাঠে নামবে সেটা আরও একবার মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। ম্যাচের আগেরদিন তিনি বলেন, ‘দুর্ভাগ্য, আমরা প্রথম ম্যাচে তাদের গোলমুখে চাপ তৈরি করেও গোল করতে পারিনি। আর ম্যাচটা হেরে যাওয়ায় দুশ্চিন্তাও বেড়েছে। তবে খেলোয়াড়দের মনোবল বাড়াতে আমরা একাধিক সেশন করেছি। আশা করি এদিন (আজ) বড় ভুল হবে না। আমরা অবশ্যই জেতার জন্য মাঠে নামব।’ (ঢাকাটাইমস/১৬ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা