বগুড়ার সারিয়াকান্দিতে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৪
অ- অ+

বগুড়ার সারিয়াকান্দিতে কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি.।

রবিবার প্রধান অতিথি হিসেবে সারিয়াকান্দি এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক ফারিয়া মোস্তাফিজ অর্নিশা, সারিয়াকান্দি বণিক সমিতির সভাপতি আবু তৈয়ব মোহাম্মদ জহুরুল ইসলাম বাদশা, সাধারণ উপশাখার উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে সম্পাদক মামুনুর রশিদ মামুন, রাজশাহী জোনের প্রধান অসীম কুমার দাস, রাজশাহী-রংপুর জোনের ঋণ আদায় বিভাগের প্রধান মো. নুরুল হাবীব, বগুড়া-সিরাজগঞ্জ অঞ্চলের প্রধান হিমাদ্রী শেখর দোবে, সারিয়াকান্দি উপশাখার ব্যবস্থাপক রাজেন্দ্র কুমার সেনসহ ঊধ্র্বতন কর্মকর্তাবৃন্দ, সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি একেএম মোস্তাফিজুর রহমান বলেন, এনআরবিসি ব্যাংকের মূল লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলে মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা। এই লক্ষ্যে এই অঞ্চলের প্রতিটি মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে নেটওয়ার্ক সম্প্রাসারণ করছে। উদ্যোক্তা সৃষ্টিতে বিনা জামানতে ক্ষুদ্রঋণের ব্যবস্থা করেছে। ইতোমধ্যে উত্তরবঙ্গ থেকে এই কার্যক্রমের ফলে লাখও উদ্যোক্তা তৈরি হয়েছে। মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। ফলে মানুষের জীবনমান উন্নত হয়েছে।

উল্লেখ্য, সারাদেশের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা নিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। ইতোমধ্যে দেশের দেড় সহস্রাধিক এলাকায় সেবা দেয়া হচ্ছে। প্রথাগত ব্যাংকিং সেবার পাশাপাশি শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও দিচ্ছে এনআরবিসি ব্যাংক।

(ঢাকা টাইমস/০১ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এলাচ! আলসারের সমস্যায়ও মহৌষধ
এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার
ভোটার তালিকা হালনাগাদে ১৬টি নির্দেশনা দিয়েছে ইসি
দুর্নীতির অভিযোগ: পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা