ঝালকাঠি জেলা মহিলা দলের নেত্রীকে বহিষ্কার

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৪, ১৯:২১| আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৭
অ- অ+

জাতীয়তাবাদী মহিলা দল ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার মুক্তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, চাঁদাবাজি সহ দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে জাতীয়তাবাদী মহিলা দল ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিসেস শারমিন আক্তার মুক্তাকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে। সংগঠন থেকে বহিষ্কৃত হওয়ায় তার সাথে মহিলা দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে কোনো প্রকার যোগাযোগ না রাখতে বলা হয়েছে।

এ বিষয়ে জেলা মহিলা দল সভানেত্রী মতিয়া মহফুজ জুয়েল বলেন, অনেক দিন ধরেই শারমিন মুক্তা মহিলা দলের কোনো প্রোগ্রামে আসেন না। কি কারণে তিনি বহিষ্কার হয়েছেন তা জানি না। কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করেছে, তারাই কারণ বলতে পারবেন। বহিষ্কারের একটা চিঠি পেয়েছি।

(ঢাকা টাইমস/০১ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইবার আইনে মামলা করলেন সারজিস আলম
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: চবির ৭৩ শিক্ষার্থী বহিষ্কার
ভুয়া তথ্য ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ফেসবুককে আহ্বান প্রধান উপদেষ্টার
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা