গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮
অ- অ+

গোপালগঞ্জে সোহাগ পরিবহন ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের ১৫ যাত্রী।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে একজনের নাম মাছুম (৫৫)। তার বাড়ি যশোরের মনিরামপুরে এবং অপরজন লোকাল বাসের মালিক ইলিয়াস কাজী (৫৫)। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায়।

পুলিশ জানায়, মাছুম শহরে ভ্যানে ফেরি করে মালামাল বিক্রি করতে বের হন। সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া বাস স্ট্যান্ডে পৌঁছালে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও লোকাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। লোকাল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাছুম নিহত হন। সংঘর্ষে আহত হয় বাসের অন্তত ১৫ যাত্রী। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে গুরুতর আহত অবস্থায় লোকাল বাসের মালিক ইলিয়াস কাজীকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

(ঢাকা টাইমস/০২ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা