বাংলাদেশ এখন অনেক নিরাপদ: আমিনুল হক
![](/assets/news_photos/2024/12/02/image-373553.jpg)
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে জনগণ এখন স্বাধীনভাবে তার মতামত এবং উন্মুক্তভাবে খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক চর্চা করতে পারছে।
সোমবার বিকালে পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে সোনালী বাজার সংলগ্ন মাঠে হাউজিং বয়েজ মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের সফলতা হিসেবে গত ৫ আগস্ট ছাত্র এবং জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, নতুনভাবে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।
সকলের ঐক্যের মাধ্যমেই আমরা একটা সুন্দর সমাজ-সুন্দর বাংলাদেশ গড়তে পারব উল্লেখ করে আমিনুল হক বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরে এসেও আমরা স্বাধীনতা রক্ষার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধার এর জন্য ও ভোটের অধিকার নিশ্চিত করার জন্য যে আন্দোলন সংগ্রাম করছি, সকলের ঐক্যের মধ্য দিয়েই তার সফলতা আমরা দেখতে পাব। এইজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশ এখন অনেক নিরাপদ, বাংলাদেশে এখন আর কোনো স্বৈরাচার বা কোনো প্রভাব বিস্তার করে, কেউ ষড়যন্ত্র করে কিছুই করতে পারবে না।
হাউজিং বয়েজ ফুটবল ক্লাবের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লবী ২য় পর্ব বাড়ি ও ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি আমিনুল বাহার। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, মহানগর উত্তর সদস্য সাজ্জাদ হোসেন, মহিলাদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক লাইলী বেগম, মহানগর উত্তরের সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, রুপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান হাবিব, পল্লবী থানা বিএনপির আহ্বায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহ্বায়ক মোকছেদুর রহমান আবির প্রমুখ।
(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/জেবি/এমআর)
![google news](https://www.dhakatimes24.com/templates/web-v3/images/google-news.png)
মন্তব্য করুন